আজ রবিবার (৩ আগস্ট) সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হওয়া নেতাকর্মীদের চাঙা রাখতে ছাত্রদলের নেতারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন।
‘স্বৈরাচার নিপাত যাক’; খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ শাহবাগ মোড়ে এমন সব স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সকালেই শাহবাগের সমাবেশে এসেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতা ইমন বলেন, নেতাকর্মীদের চাঙা রাখতে আমরা বার বার স্লোগান দিচ্ছি। আমাদের কর্মীরা দলকে ভালোবেসে, ত্যাগ স্বীকার করে আজ এখানে এসেছে। তারা ২৪ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আন্দোলনে যুক্ত ছিল।
কুষ্টিয়ায় থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি।
সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে স্লোগান দিয়ে যাচ্ছি। স্লোগান একজন নেতা বা কর্মীর এনার্জি বাড়ায়। সমাবেশ শেষ পর্যন্ত স্লোগান চালিয়ে যাবো।
আজকের সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদকসহ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেবেন।
এদিকে শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
ডিএমপি জানিয়েছে, শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে ১৪ হাজার পুলিশ সদস্য। এর মধ্যে ৮ হাজার রয়েছেন ইউনিফর্মে, আর ৬ হাজার সাদা পোশাকে। নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে রয়েছে র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও।
পিএ/টিকে