শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (৩ আগস্ট) বেলা ৪টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে।
সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরইমধ্যে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির নেতাকর্মীরা জানান, নতুন বাংলাদেশের ইশতেহারে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। তুলে ধরা হবে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের নানান দিক।
তারা আরও জানান, জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের রূপরেখা বাস্তবায়ন সম্ভব হবে না। তাই এই সরকারের আমলেই জুলাই সনদ বাস্তবায়ন চায় দলটির নেতাকর্মীরা।
এমআর/টিকে