বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়া তারা (ইসি) বাধাগ্রস্ত করছে। দিন দিন আমরা বুঝতে পারছি, এটা মেরুদণ্ডহীন একটি ইলেকশন কমিশন।’
রোববার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে কমিশনের সঙ্গে সাক্ষাৎশেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইলেকশন কমিশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটি প্রতিষ্ঠান, কিন্তু আমরা যতটুকু পর্যবেক্ষণ করছি, এটার অধিকাংশ পোশাকে সামরিক ঊর্দিপরা। আবার বাকি যতটুকু আছে সেটা দলীয় পোশাকে আবৃত। কাজের মাধ্যমে জনগণের সামনে ইলেকশন কমিশন যে একটা মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান, সেটা আস্তে আস্তে আপনাদের সামনে প্রকাশ পাবে।’
এই কমিশনের অধীনে ভোট হলে ভোটে যাবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘তাদের আমরা সুযোগ দিচ্ছি। তারা যদি ঠিক না হয়, তবে আমরা এমন সিদ্ধন্ত নিতে বাধ্য হবো।’
তিনি বলেন, ‘তারা অনেক বিতর্কিত বক্তব্য দিয়েছে। প্রবাসী ভাইদের ভোটের রাইট নিয়ে আরও কাজ করার কথা। যারা ভোট ডাকাতির সঙ্গে জড়িত তাদের পদত্যাগ চেয়েছিলাম। এ পর্যন্ত হয়নি।’
নাসীরুদ্দীন বলেন, ‘আমাদের জুলাই সনদেও ইলেকশন কমিশনের বিষয়ে বলা আছে। সেটা এই সংসদ নির্বাচনের পরে হবে নাকি আগে, তা নিয়েও আলোচনা হবে। আমরা তো বলেছি, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই কিন্তু নেক্সট ইলেকশন হবে।’
টিকে/