‘গত ১ বছরে আমরা কী পেলাম। আমরা না পেয়েছি মত প্রকাশের স্বাধীনতা, না পেয়েছি ন্যায়বিচার। আমাদের মানবিক অধিকারও পাইনি। তাই আজকে ক্ষমা চেয়েছি সেই শহীদ ভাই-বোনের কাছে।
দীর্ঘ ১৫ বছর ধরে নির্যাতন, গুম, খুনের শিকার হওয়া মানুষের কাছে। কিন্তু আমরা থেমে থাকব না আমরা লড়ব। এনসিপি লড়বে।’
রবিবার (৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ।
তিনি বলেন, ‘আমরা আজ যে স্থানে আছি এটা সেই স্থান যেখানে ফ্যাসিস্ট হাসিনার পতনের ঘোষণা হয়েছিল। এটা সেই স্থান যেখান থেকে কথা দেওয়া হয়েছিলো ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন বন্দোবস্ত তৈরি হবে। যেখানে থাকবে সামাজিক ন্যায়বিচার ও মানবিক অধিকার। আমরা কথা দিয়েছিলাম এ দেশে আমরা নিশ্চিত করব রাষ্ট্রীয় শাসন।’
তিনি আরো বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম আমরা এমন একটি রাষ্ট্র গড়ে তুলব, যে রাষ্ট্রে রাষ্ট্রীয় সুবিধার প্রাপ্তিতে কোনো ভোট দিতে হবে না।
এমন একটি রাষ্ট্র গড়ে তোলার কথা দিয়েছিলাম, যেখানে মত প্রকাশ করার অধিকার থাকবে। যে রাষ্ট্রে কাউকে হুমকি-ধমকি দেওয়া হবে না। যে রাষ্ট্রে থাকবে না চাঁদাবাজ ও দখলদারি। থাকবে না রাজনৈতিক হানাহানি, বঞ্চনা করার চিত্র।
আওয়ামী শাসনামলে যারা নির্যাতিত হয়েছেন, যার খুন হয়েছেন, গুম হয়েছেন আমরা তাদের ন্যায্যবিচার পাইয়ে দেব। আমাদের স্বপ্নের সাথী হয়েছিল বাংলাদেশের সব জাতি। যেখানে হিন্দু-মুসলিম কোন ভেদাভেদ ছিল না। কোনো দল-মতের ভেদাভেদ ছিল না। আজকে ১ বছর পর আমাদের আত্মসমালোচনা করার সময় এসেছে।’
এমআর/টিকে