হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ‘মুখ’ এবং ‘ঠোঁট’ সম্পর্কে মন্তব্য করে তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘তিনি (ক্যারোলিন লেভিট) একজন তারকা হয়ে উঠেছেন। এটি হলো সেই মুখ, সেই মস্তিষ্ক। তার ঠোঁট…এগুলো এমনভাবে নড়ে যেন সে একজন মেশিনগান।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি একজন তারকা। আসলে তিনি একজন দুর্দান্ত মানুষ। আমার মনে হয় না ক্যারোলিনের চেয়ে ভালো প্রেস সেক্রেটারি আর কেউ পেয়েছে। তিনি অসাধারণ।’
এদিকে ট্রাম্পের সাক্ষাৎকারের ভিডিওটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা, যাদের বেশিরভাগই ট্রাম্পের সমালোচনা করেছেন।
২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট সার্বিকভাবে ট্রাম্পের পঞ্চম প্রেস সেক্রেটারি এবং দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর তার প্রথম প্রেস সেক্রেটারি।
গেল বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে লেভিট মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করে বলেন যে ট্রাম্প আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার যোগ্য।
ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতার ছয় মাসে গড়ে প্রতি মাসে প্রায় একটি শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরষ্কার দেয়ার সময় অনেক আগেই পার হয়ে গেছে।’
এ মন্তব্যের পর নিজের প্রেস সচিবের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: এনডিটিভি
এসএন