ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা: সাদিক কায়েম

ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। এ ব্যাপারে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন।

রোববার (৩ আগস্ট) রাতে দেওয়া স্ট্যাটাসটি পাঠকদের সুবিধার্থে হুবহু তুলে ধরা হলো-

‘১. বিপ্লবের পর দুইটি কনসার্ন ছিল। প্রথমটি ছিল অপরাধের বিচার। দ্বিতীয়টি ছিল বিচারের নামে নিরীহ কোনো ব্যক্তির হয়রানি না হওয়া।

সে সময় অনেকেই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানান যে, "তারা ছাত্রলীগের সাথে যুক্ত থাকলেও কোনো ফৌজদারি অপরাধ করেননি এবং ব্যক্তিগত আক্রোশবশত মামলায় তাদের নাম যুক্ত করা হচ্ছে।"

স্বাভাবিকভাবেই গণহারে মামলার আশঙ্কা থাকলে কে অপরাধী আর কে নিরপরাধ তা যাচাই করার জন্য আন্দোলনে সক্রিয় নানা স্টেকহোল্ডারের কাছে তথ্যগুলো ফরওয়ার্ড করে পারস্পরিক ফিডব্যাকের ভিত্তিতে ভেরিফাই করাটা জরুরি ছিল। তাই বেশ কয়েকটি কনসার্ন বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে আমি এনসিপি নেতা ও সংস্কার কমিশনের এক সদস্য আরমান হোসেন এবং মাহিনকে ফরওয়ার্ড করি অধিকতর তদন্তের জন্য।

তাদেরকে বলেছি, এমন একটি দাবি এসেছে যে তারা হামলায় যুক্ত ছিলেন না এই দাবিটি খতিয়ে দেখতে, যাতে অসচেতনতা বশত নিরপরাধ কেউ ভিকটিম না হন।

২. এনসিপি থেকে শুরু করে সব দলের নেতারাই সেসময় এরকম বিভিন্ন সুপারিশ পেয়েছেন এবং নিজেদের মধ্যে চালাচালি করেছেন ভেরিফাই করার জন্য।

আব্দুল কাদের নিজেই উল্লেখ করেছেন, মামলার তালিকাগুলো আমরা পারস্পরিক আলোচনা করে প্রস্তুত করেছি। এখন, নিজেদের মধ্যে কথা না বললে কীভাবে জানব আসলে কেউ অপরাধী, নাকি তাকে হয়রানি করা হচ্ছে?

৩. স্ক্রিনশটে যাদের নাম যুক্ত আছে, তারা কেউই শিবিরের কেউ না। ৫ আগস্টের পর থেকেও তারা শিবিরের কোনো পদে বা কর্মসূচিতে ছিলেন না। ফলে, ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা।

৪. সাঈদী নামের এক ছেলেকে মামলা থেকে বাঁচাতে আমি না কি বিভিন্ন জায়গায় কল করেছি- এটাও একটি মিথ্যা।
সাঈদী অপরাধী, এবং তাকে বাঁচানোর কোনো প্রশ্নই আসে না।

৫. মুহসিন হলের একজনের সাথে আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। অথচ উক্ত শাহাদাতকে আমি চিনিই না।

তাছাড়া, কাদের লিখেছে, “চব্বিশ সালের সেপ্টেম্বরে এই মামলা হওয়ার পরে শাহাদাতকে নিয়ে একজন পোস্ট করেন। পরবর্তীতে ওই পোস্টদাতার সাথে শিবিরের তৎকালীন সভাপতি সাদিক কায়েম যোগাযোগ করেন।”
আচ্ছা, আমি যদি ফোন দিতেই চাইতাম, তাহলে তো সেটা মামলা হওয়ার আগেই দেওয়ার কথা ছিল। মামলা হওয়ার পরে কেউ একজন ফেসবুকে পোস্ট দিলে সেই পোস্টদাতাকে ফোন দেওয়ার কী দরকার!

এলাকায় থাকতে কোনো সময় শিবির করেছে, তামিরুল মিল্লাতে অধ্যয়নরত অবস্থায় শিবিরের কোনো আয়োজনে অংশ নিয়েছে, শিবিরের নেতা হিসেবে বা শিবির কানেকশন ব্যবহার করে জুলাইয়ের বড় নেতাও হয়েছে—কিন্তু এখন উগ্র শিবিরবিদ্বেষী- এমন মানুষের সংখ্যাও কম না।

যদি জীবনের কোনো এক ধাপে সাময়িক সময়ের জন্য ব্যক্তিগত সুবিধা লাভের উদ্দেশ্যে কেউ শিবিরের সাথে যোগাযোগ রাখে, পরবর্তীতে কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে শিবিরবিরোধী ভূমিকা নেয় অথবা ছাত্রলীগে যুক্ত হয়এবং, এমন নরপশুদের কর্তৃক ছাত্রশিবিরের জনশক্তিরা নিয়মিত ভিক্টিম হওয়া সত্বেও তাদের কর্মকাণ্ডের দায়ভার যদি শিবিরকে নিতে হয়, তাহলে শিবির ছেড়ে বাগছাস-এনসিপিতে চলে যাওয়া ব্যক্তিদের কৃতিত্ব, দুর্নীতি সহ অন্যান্য নেতিবাচক ও ইতিবাচক কর্মকাণ্ডের দায়ভারও তো শিবিরকে নিতে হবে! সেটা কি যৌক্তিক হবে?’

পরে ওই পোস্টের কমেন্টে সাদিক আরও মন্তব্য করেন। তিনি লিখেন, ‘কাদের যে স্ক্রিনশটটি পোস্ট করেছেন সেই চ্যাট আব্দুল কাদেরের সাথে হয়নি। তা হয়েছে এনসিপির অন্য ব্যক্তিদের সাথে। আরেকজন ব্যক্তির সাথে হওয়া চ্যাটের স্ক্রিনশট আব্দুল কাদেরের মাধ্যমে অপব্যাখ্যা সহকারে পাবলিকলি সোশ্যাল মিডিয়ায় আসার মাধ্যমে ঘৃণ্যতম সংস্কৃতির সূচনা হলো। এভাবে ব্যক্তিগত ফায়দা নেওয়ার জন্য ব্যক্তিগত আলাপ বা প্রাইভেট ইনফরমেশন সামনে আনার সংস্কৃতি তৈরি হলে রাজনৈতিক অঙ্গনে অবিশ্বাস, অনাস্থার সৃষ্টি হবে। যা দীর্ঘ মেয়াদে গোটা জাতির জন্যই ক্ষতি বয়ে আনবে। তাছাড়া স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে এনসিপি-বাগছাসে থেকে দিনরাত শিবির ব্যাশিং করা অনেকেরই রাজনৈতিক ক্যারিয়ার নাই হয়ে যেতে পারে।’

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

শাকিব যত বড় স্টার তত মেধাবী না ;আবার আমি যত মেধাবী তত বড় স্টার না Aug 04, 2025
img
‘সন অব সরদার ২’ ঘিরে ভুয়া প্রচারণায় ভেঙে পড়লেন মৃণাল ঠাকুর Aug 04, 2025
img
মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় তুলল ‘ওয়ার ২’! Aug 04, 2025
img
কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে আজ Aug 04, 2025
img
গেজেট থেকে ৮ জুলাই শহীদের নাম বাতিল Aug 04, 2025
img
টম হল্যান্ড ফিরলেন প্রিয় স্পাইডার-ম্যান চরিত্রে, বাড়ছে ভক্তদের কৌতূহল! Aug 04, 2025
img
মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে প্লাটফর্মে যুবক, আতঙ্কে যাত্রীদের ছুটাছুটি Aug 04, 2025
img
ছিনতাইমুক্ত ভৈরবের দাবিতে আন্দোলন, রাতে গ্রেপ্তার ২৩ Aug 04, 2025
img
দেশের ৪ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা Aug 04, 2025
img
বন্ধুত্ব দিবসে আসছে ‘সাইড হিরোজ’, থাকছেন বরুণ-অভিষেক-অপরশক্তি Aug 04, 2025
ইশতেহারে সেকেন্ড রিপাব্লিক ও নতুন সংবিধান রচনার ঘোষণা নাহিদ ইসলামের Aug 04, 2025
ছাত্রদলের সমাবেশ ঘিরে প্রস্তুতি, রাতেই আসছেন নেতাকর্মীরা! Aug 04, 2025
বাংলাদেশকে বড় অংকের ঋণ দিচ্ছে এডিবি Aug 04, 2025
ছাত্রদলের সমাবেশে যা বললেন,আসাদুজ্জামান রিপন Aug 04, 2025
ইসরায়েলি পাইলটদের মুখোশ খুলে দিলো ইরান, শুরু হয়েছে প্রতিশোধ Aug 04, 2025
img
ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মী গ্রেপ্তার Aug 04, 2025
img
২০ বছর ইউনাইটেডে থাকতে চান আমোরিম Aug 04, 2025
img
নাটোরে চাঁদাবাজির সময় ভুয়া এনএসআই সদস্য আটক Aug 04, 2025
img
রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০ Aug 04, 2025
img
ঝালকাঠির সাবেক মেয়র লিয়াকত আলী গ্রেপ্তার Aug 04, 2025