রংপুরের কাউনিয়ায় একটি নতুন রাসায়নিক সারের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের জন্য ব্যবহৃত মাইকের কাঁচা বাঁশ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং আরও আটজন আহত হন।
আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং গুরুতর পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহবাজ আমতলা নামক স্থানে নজর আলী নামের এক ব্যবসায়ীর রাসায়নিক সারের দোকান ঘরের উদ্বোধনী অনুষ্ঠান রোববার রাত সাড়ে ৮টার দিকে শুরু হয়। নজর আলী একজন পীরভক্ত ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকার পীরভক্ত মুরিদ ও এলাকার মানুষকে উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত করেন।
কাঁচা বাঁশে মাইক টাঙ্গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া খায়ের শুরু করা হয়। এমন সময় আচমকা বৃষ্টি সহ ঝড়বাতাস শুরু হলে মাইক টাঙ্গানো কাঁচা বাঁশটি ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে পড়ে যায়। মাইকের তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ ঘটে সঙ্গে সঙ্গে মাইকের ব্যাটারি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দোয়া পড়া অবস্থায় মিঠাপুকুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম হুজুর (৩৮) ও পাশে বসা পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের বাসিন্দা শাহাবুদ্দিন মিয়া (৪৫) ঘটনা স্থলেই প্রাণ হারায়।
এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয় আটজন। গুরুত্বর আহত কাউনিয়া উপজেলার সাহবাজ গ্রামের হাসু মিয়া ও দোকান মালিক নজর আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএন/টিএ