‘ব্যাংকক ভিশন ২০৩০’ বাস্তবায়নে নেতৃত্ব দেবে বিমসটেক: আইসিসিবি

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ সম্মেলনে ২০২৫-২৭ মেয়াদের জন্য বাংলাদেশের চেয়ারম্যান পদ গ্রহণ দেশটির জন্য ‘ব্যাংকক ভিশন ২০৩০’ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন ও বৃহত্তর অঞ্চলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে সহায়তা করবে বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসিবি)।

রোববার (৩ আগস্ট) প্রকাশিত আইসিসিবির ত্রৈমাসিক বুলেটিনের (এপ্রিল-জুন ২০২৫) সম্পাদকীয়তে সংগঠনটি জানিয়েছে, এই নেতৃত্ব বাংলাদেশের জন্য শুধু বিমসটেক নয়, বৃহত্তর আঞ্চলিক রাজনীতিতেও একটি শক্তিশালী অবস্থান গড়ে তোলার পথ সুগম করেছে।

সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, এ বছর (২০২৫) বিমসটেক গঠনের ২৫ বছর পূর্তি হয়। ১৯৯৭ সালের ৬ জুন এই জোট প্রতিষ্ঠিত হয়।

গত ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে ‘ব্যাংকক ভিশন ২০৩০’ নামে নতুন পরিকল্পনা নেওয়া হয় । যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এবং থাইল্যান্ডের পরিবেশবান্ধব বায়ো-সার্কুলার-গ্রিন (বিসিজি) অর্থনৈতিক মডেলকে গুরুত্ব দেওয়া হয়।

আইসিসিবি মনে করে, সংযোগ হচ্ছে বিমসটেকের কৌশলগত পরিকল্পনার মূল বিষয়, বিশেষ করে ব্যাংকক ভিশন ২০৩০-এর অধীনে। এর একটি প্রধান লক্ষ্য হলো বিমসটেক ট্রান্সপোর্ট কানেকটিভিটি মাস্টার প্ল্যান (২০১৮-২০২৮) দ্রুত বাস্তবায়ন করা। এই পরিকল্পনায় ২৬৭টি অবকাঠামো প্রকল্প রয়েছে। এর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ দুটি প্রকল্প হলো ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক ও কালাদান মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট প্রকল্প। এই দুটি প্রকল্প দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সড়ক এবং নৌপথে সহজ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে সাহায্য করবে। সদস্য দেশগুলো এই সংযোগ উন্নয়নে এখন আরও বেশি রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ।

সম্পাদকীয়তে বলা হয়, বিমসটেকের স্থায়ী সচিবালয়ের স্বাগতিক দেশ এবং বর্তমানে সংগঠনটির চেয়ার হওয়ার কারণে বাংলাদেশ এখন উন্নয়নমূলক নানা উদ্যোগে নেতৃত্ব দেওয়ার জন্য ভালো অবস্থানে রয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক, বন্দর ও বাণিজ্যপথ, বিশেষ করে সমুদ্রপথ উন্নয়নের কাজগুলোকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া দরকার। ব্যাংকক সম্মেলনে সদস্য দেশগুলো সমুদ্রপথে পরিবহন উন্নয়নে আগ্রহ দেখিয়েছে, যা এই অঞ্চলের বাণিজ্য ও পণ্য পরিবহনের সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। তবে এই পরিকল্পনাগুলোর সফলতা নির্ভর করবে সদস্য দেশগুলোর রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রতিশ্রুতির ওপর। উদাহরণস্বরূপ, মিয়ানমারের চলমান সংকট আঞ্চলিক সহযোগিতার পথে এখনো বড় বাধা হয়ে রয়েছে।

বিমসটেক দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ এখনো অনেক কম। মোট বাণিজ্যের মাত্র ৭ শতাংশ হয় বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে। অন্যদিকে আসিয়ান দেশগুলো নিজেদের মধ্যে প্রায় ২৫ শতাংশ বাণিজ্য করে।

এভাবে বিমসটেকে বাণিজ্য কম হওয়ার একটি বড় কারণ হলো ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) বা মুক্ত বাণিজ্য চুক্তি সই না হওয়া। এটি নিয়ে ২০০৪ সাল থেকে আলোচনা চলছে, কিন্তু অগ্রগতি খুব ধীর। এর পেছনে বড় বাধাগুলো হচ্ছে অশুল্ক বাধা (যেমন- বিভিন্ন কাগজপত্র ও অনুমতির জটিলতা), কিছু স্পর্শকাতর পণ্যকে রক্ষা করার প্রবণতা এবং অনেক দেশের বাজার খুলতে অনিচ্ছা। ব্যাংকক ভিশন ২০৩০ এই এফটিএ দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছে, তবে অগ্রগতি এখনো ধীর এবং অসম।

বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশের উচিত সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেওয়া। এ জন্য বাংলাদেশের কিছু কাজ করতে হবে যেমন- ভিসা নিয়ম সহজ করা, কাস্টমস প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে উৎসাহ দেওয়া।

বিমসটেকের সঙ্গে সম্পর্ক আরও জোরালো হলে বাংলাদেশের পোশাক, কৃষি, ওষুধ এবং হালকা শিল্প খাতের ব্যবসা আরও বেশি লাভবান হবে, বাণিজ্য খরচ কমবে এবং নতুন বাজারে সহজে পণ্য পাঠানো যাবে। এছাড়া, বিদেশি কোম্পানিগুলোর কাছেও বাংলাদেশ আরও আকর্ষণীয় হয়ে উঠবে, বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ ও ডিজিটাল প্রযুক্তি খাতে। যদি পরিষ্কার ও স্থিতিশীল আঞ্চলিক বাণিজ্য নিয়ম থাকে, তবে বিনিয়োগ আরও বাড়বে। এর ফলে শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চল উপকৃত হবে।

২৫ বছর পার হলেও বিমসটেক এখনো অনেক বড় চ্যালেঞ্জের মুখে। অনেক গুরুত্বপূর্ণ পরিবহন প্রকল্প এখনো বিলম্বিত, বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক অনিশ্চয়তা এবং মাঝে মাঝে ভারতের সঙ্গে উত্তেজনা এ সবই আঞ্চলিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করছে। এর সঙ্গে মিয়ানমারের চলমান অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, ফলে গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রকল্পগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ছে। এসব কারণে বিমসটেকের ভেতরের ঐক্য নিয়েও এখন প্রশ্ন উঠছে।

বিশেষজ্ঞদের মতে, বিমসটেকের অভ্যন্তরীণ বাণিজ্য এখন ৪০ বিলিয়ন ডলারের কিছুটা বেশি। কিন্তু সম্ভাবনা রয়েছে ২৫০ বিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্যের।

বিমসটেক ট্রেড ফ্যাসিলিটেশন স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ২০৩০, যা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তৈরি করেছে, এটি সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাংলাদেশ এখন বিমসটেকের দুই বছরের জন্য নেতৃত্বে রয়েছে। এই সময়ে বাংলাদেশের সামনে সুযোগ আছে অন্য সদস্য দেশগুলোকে রাজি করানোর, যাতে তারা এডিবি ফ্রেমওয়ার্ক ২০২৩ বাস্তবায়ন করে।

এফপি\টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বিবিয়ানায় গ্যাস উৎপাদনে ধস, একদিনের ব্যবধানে কমেছে ৫৭ লাখ ঘনফুট Aug 04, 2025
img
শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে: সাখাওয়াত Aug 04, 2025
৩৬ জুলাই আসছে ‘নির্বাচনের রোডম্যাপ’, মানিক মিয়া এভিনিউতে সকলের আমন্ত্রণ Aug 04, 2025
img
‘বাংলাদেশে ফেরত পাঠানো হবে’— ভয়ে কলকাতায় এক ব্যক্তির আত্নহনন Aug 04, 2025
জান্নাত নিশ্চিত আপনার Aug 04, 2025
img
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে হাজির Aug 04, 2025
img
জুলাই সনদে সংস্কার অন্তর্ভুক্তির আহ্বান জানালো পাঁচ কমিশন Aug 04, 2025
img
নিজেদের ছাত্রলীগ প্রমাণে শিক্ষার্থীদের ওপর নির্যাতনে অংশ নিতেন শিবির কর্মীরা : আবদুল কাদের Aug 04, 2025
img
শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য আজ Aug 04, 2025
img
আইপিএলের পরবর্তী আসরে চেন্নাইয়ের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন ধোনি Aug 04, 2025
img
অভিনেত্রী সাবা কামার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি Aug 04, 2025
img
বাগেরহাটে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ৫৫ Aug 04, 2025
img
‘আমি গরিবের ছেলে, আমি টাকার লোভ সামলাতে পারিনি’ Aug 04, 2025
img
রেকর্ড গড়লেন চেজ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম রিটায়ার্ড আউট Aug 04, 2025
img
অস্ট্রেলিয়ায় কোচিং করাতে যাচ্ছেন তালহা জুবায়ের Aug 04, 2025
img
কিংবদন্তি সাঙ্গাকারাকে ছাড়িয়ে গেলেন জো রুট Aug 04, 2025
img
শুধু ভুল নয়, সরকারের ভালো বিষয়গুলোও দেখুন: অর্থ উপদেষ্টা Aug 04, 2025
img
দেশের ৫ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা Aug 04, 2025
img
বিশ্বকাপে নারী দলের কোচিং দায়িত্বে থাকছেন আলমগীর কবির Aug 04, 2025
img
বাণিজ্যের মাধ্যমে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, আবারও ট্রাম্পের দাবি Aug 04, 2025