সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তেলাপোকার উপস্থিতি যাত্রীদের তীব্র ভোগান্তিতে ফেলে দিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এআই১৮০ নম্বর ফ্লাইটটিতে যাত্রাকালে দুই যাত্রী বিমানে ছোট তেলাপোকা দেখেছেন বলে অভিযোগ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে এয়ার ইন্ডিয়া জানায়, বিমান যখন মাটিতে অবস্থান করে, তখন মাঝে মাঝে পোকামাকড় প্রবেশ করতে পারে। এ বিষয়ে তারা দুঃখ প্রকাশ করে এবং একই শ্রেণির অন্য আসনে যাত্রীদের স্থানান্তর করে তাদের ভোগান্তি কমানোর চেষ্টা করা হয়।
বিমানটি সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল। প্রথম ধাপে, কলকাতা পর্যন্ত যাত্রার সময়ই তেলাপোকার উপস্থিতি নজরে আসে। পরে কলকাতা বিমানবন্দরে জ্বালানি সরবরাহের বিরতির সময় বিমানটিকে পরিষ্কার করা হয় এবং তা যথাসময়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয়।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, “নিয়মিত জীবাণুনাশক ছিটানো হলেও, মাঝে মাঝে বিমান মাটিতে অবস্থানকালে তাতে পোকামাকড় ঢুকে যেতে পারে।”
সংস্থাটি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং পোকামাকড়ের উৎস ও প্রবেশের কারণ চিহ্নিত করে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর আশ্বাস দিয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই ঘটনার কয়েকদিন আগেই ভুবনেশ্বর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট অতিরিক্ত তাপমাত্রার কারণে উড্ডয়নের আগেই বাতিল করা হয়েছিল, যা যাত্রীদের মধ্যে নিরাপত্তা ও সেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
এমকে/টিএ