মরণব্যাধি নিয়েও মধুবালার পাশে ছিলেন কিশোর কুমার

দুজনেই ছিলেন রুপালি পর্দার কিংবদন্তি। একজন কণ্ঠের জাদুকর, আর অন্য জন অপরূপা রূপসী। প্রেম, বিচ্ছেদ, বিয়ে আর মৃত্যু- সব মিলে কিশোর কুমার ও মধুবালার জীবনের গল্প যেন এক করুণ উপন্যাস। মৃত্যু নিশ্চিত জেনেও মধুবালাকে বিয়ে করেছিলেন কিশোর কুমার।

মধুবালার ভালোবাসার প্রতি সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত নেন তিনি। আজ কিশোর কুমারের জন্মদিনে সেই গল্পটি জেনে নিন।

ভারতীয় পর্দার অবিসংবাদিত প্রেমের দেবী মধুবালা। ‘ভেনাস অব ইন্ডিয়ান স্ক্রিন’-এর আখ্যা পেয়েছেন।

পঞ্চাশের দশকের অনেকখানি জুড়ে তিনিই সবচেয়ে দামি নায়িকা। এখনো তার স্টাইলকে অনুকরণ করার চেষ্টা করেন নতুন প্রজন্মের নায়িকারা। সেই মধুবালা প্রেমের পড়েন সেই সময়ের বলিউড রাজকুমার দিলীপ কুমারের। তবে সেই প্রেম স্থায়ী হয়নি।হয়ে যায় বিচ্ছেদ।

দিলীপ কুমারের সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পরই কিশোর কুমারকে বিয়ে করেন অভিনেত্রী মধুবালা। তবে তখন তিনি ছিলেন অসুস্থ। ফিল্ম ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মধুবালার বোন মধুর ভূষণ তুলে
ধরেছেন কিংবদন্তি এই অভিনেত্রীর জীবন থেকে এক কঠিন, অজানা অধ্যায়- যেখানে জনপ্রিয়তার চূড়ায় থেকেও মধুবালা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিলেন এক মারণরোগে। তবে কিশোর কুমার ছিলেন তার পাশে।



সালটা ১৯৫৪। এস এস ভাসান পরিচালিত ‘বহুত দিন হুয়ে’ সিনেমার শুটিং করছেন মধুবালা। তার বিপরীতে ছিলেন দিলীপ কুমার। সেই সময় দিলীপ কুমার ও মধুবালার প্রেম গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল বলিউডে। সেই সিনেমার শুটিংয়ের সময় হঠাৎ ব্রাশ করতে গিয়ে মধুবালা দেখলেন, তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গেই দিলীপ কুমারকে নিয়ে চিকিৎসক রুস্তম ভাকিলের কাছে গেলেন অভিনেত্রী। জানতে পারলেন তার হৃৎপিণ্ডে ছিদ্র রয়েছে! ডাক্তার নানা পরামর্শ দিলেও মধুবালা প্রথমে খুব একটা পাত্তা দেননি। অসুস্থতা নিয়ে একের পর এক সিনেমা সাইন করতে থাকেন মধুবালা। দিলীপ কুমারের সঙ্গে জুটি বেঁধে ‘মুঘল-এ-আজম’ যার মধ্যে অন্যতম। এই ছবির শুটিংয়ের সময়ই দিলীপ ও মধুবালার মধ্যে অশান্তি শুরু হয়। এমনকি অশান্তির চোটে শুটিং ফ্লোরেই মধুবালাকে চড় মেরেছিলেন দিলীপ কুমার। সে ঘটনা বলিউডে তোলপাড় ফেলেছিল। এর পরই মধুবালার সঙ্গে দিলীপ কুমারের সম্পর্ক ভাঙে।

একদিকে ভাঙা হৃদয় ও আরেক দিকে কঠিন রোগ। বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মধুবালা। চিকিৎসার পাশাপাশি অভিনয় করছিলেন চুটিয়ে। কাউকে বুঝতে দেননি তার অসুস্থতার কথা। ঠিক এই সময়ই মধুবালা সাইন করেন ‘চলতি কা নাম গাড়ি’ ছবিটি। এখানে তার বিপরীতে কিশোর কুমার। এই জুটির ‘এক লাড়কি ভিগি ভাগি সি’ গানটি এখনো বলিউডের অন্যতম প্রেমের গান। আর সেই গানের মতো কিশোর কুমারের প্রেমে পড়লেন মধুবালা।

তারপর হঠাৎ একদিন মধুবালার অসুস্থতা গুরুতর হয়ে উঠল। প্রায় প্রতিদিনই রক্ত বমি হতে শুরু করল তার। এরপর বাবার সঙ্গে চিকিৎসার জন্য লন্ডনে উড়ে গেলেন মধুবালা। কয়েক দিন বাদে কিশোর কুমারও গিয়েছিলেন সেখানে। ডাক্তার স্পষ্ট মধুবালাকে বলেছিলেন, সব কাজ ছেড়ে বিশ্রাম নিতে। এমনকি মধুবালাকে লুকিয়ে কিশোর কুমারকে ডাক্তার বলেছিলেন, ‘অভিনেত্রী আর বেশিদিন বাঁচবেন না। তাই যত দিন আছেন, তত দিন মধুবালাকে খুশি রাখার চেষ্টা করুন।’

সব কিছু জেনেও ১৯৬০ সালে মধুবালাকে বিয়ে করেন কিশোর কুমার। অভিনেত্রীর ভালোবাসাকে সম্মান দিয়েছিলেন তিনি। কিশোর কুমার জানিয়েছিলেন, ভালোবাসা থেকে নয়, বরং কথা রাখতেই তিনি এ বিয়ে করেছিলেন। কিন্তু নিয়তি মধুবালার কপালে অন্য কাহিনিই লিখেছিল। শেষ জীবনে মধুবালা একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে যান। নিজেকে ঘরবন্দি করে নেন। শুধু পাশে ছিলেন একমাত্র কিশোর কুমারই।

এফপি\টিকে

Share this news on:

সর্বশেষ

img
জুলাই গণঅভ্যুত্থানকে জনস্মৃতিতে রাখতে মন্ত্রণালয় কাজ করছে: মো. মাহফুজ আলম Aug 04, 2025
img
দেশ নিয়ে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে : মির্জা ফখরুল Aug 04, 2025
img
আব্দুল কাদেরকে ইনস্টিটিউট ফ্যাকাল্টির সাথি হিসেবে কাউন্ট করত শিবির : রিফাত Aug 04, 2025
img
বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে ক্ষুব্ধ রূপম ইসলাম Aug 04, 2025
img
প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের Aug 04, 2025
img
ফকিরেরপুলকে ৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিল বাফুফে Aug 04, 2025
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্কের শুরু নিয়ে মুখ খুললেন মেঘনা আলম Aug 04, 2025
img
চলতি অর্থবছরে জুলাইয়ে রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ Aug 04, 2025
img
মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য: রাষ্ট্রপতি Aug 04, 2025
img
হার্টের রিংয়ের দাম কমালো সরকার, প্রজ্ঞাপন জারি Aug 04, 2025
img
জানা গেল নেদারল্যান্ডস সিরিজের সময়সূচি Aug 04, 2025
img
পুতিন-জেলেনস্কির বৈঠক সম্ভব: ক্রেমলিন Aug 04, 2025
img
১০ বছর পর ফ্রেমবন্দী দেব-শুভশ্রী, কথা বললেন-নাচলেনও Aug 04, 2025
লিডার এমন হতে হবে যে সবার কথা চিন্তা করবে; তামিম কোয়াবের সভাপতি হবেন? Aug 04, 2025
এমন নির্মমভাবে মানুষ মানুষকে মারতে পারে! Aug 04, 2025
img
সূরিয়ার সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করবেন ভাবানী Aug 04, 2025
img
কাজে ফিরছেন সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনে প্রত্যাহার সেই এসপি Aug 04, 2025
img
কারো সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি : অপু বিশ্বাস Aug 04, 2025
img
‘টাকা পে’ নামে ভুয়া ওয়েবসাইট, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারি Aug 04, 2025
img
নেতৃত্ব দিতে প্রশাসন নয়, জনগণের সহায়তা লাগে: তারেক রহমান Aug 04, 2025