বাংলাদেশে নির্বাচন পূর্ববর্তী অবস্থা পর্যবেক্ষণে আগামী সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটা প্রি-ইলেকশন অবজারভার টিম সেপ্টেম্বরের মাঝামাঝিতে আসছে। তিনজন বিদেশি ও চারজন স্থানীয়; মোট ৭ জন আসবেন। আজই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে।
নতুন দলের নিবন্ধন বিষয়ে আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা ২০০৮ এর আওতায় ২২ জুন পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা দেওয়া ছিল। মোট আবেদন পায় ১৪৫টা। তাদের তথ্য দিতে বলা হয়েছে। তথ্য জামা দিয়েছে ৮০ দল। সময় বাড়ানোর জন্য ৬টা দল আবেদন করেছে। ৫৯টি দল কোনো রিপ্লাই করেনি। যারা রিপ্লাই করেনি, তারদের ব্যাপারে কমিশনে তথ্য দেব। যারা দিয়েছে সেগুলো রিভিউ করছি।
ভোটার তালিকা নিয়ে তিনি বলেন, অতীতে যারা ভোটার হতে পারেনি, বাদ পড়েছে, তাদের ভোটার করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, ১০ আগস্টের মধ্যে আমরা এই তালিকা করতে পারবো। যাদের নাম কাটা হয়েছে, বা যারা বাদ পড়েছে দুটো তালিকাই আমরা প্রকাশ করবো।
এসএন