ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর অনেকে এখন রহস্যময় ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর পল্টনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কিছু কিছু দল নির্বাচনের আগেই ক্ষমতায় গিয়েছে বলে মনে করছে। তাদের কারণে সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। জুলাই ঘোষণাপত্রে জনগণের আকাঙ্খা প্রতিফলিত করার দাবি জানিয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, জুলাই ঘোষণাপত্রে কোনো নির্দিষ্ট দলের প্রতিধ্বনি যেন না থাকে।
নির্বাচনের বিষয়ে জামায়াত নেতা বলেন, মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের দোষীদের দৃশ্যমান বিচারের আগে নির্বাচনে গেলে দেশে বিদ্রোহ তৈরি হবে। এছাড়া নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ তা প্রমাণ করতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়ারও দাবি জানান তিনি।
এমআর/টিকে