দেব-শুভশ্রী জুটিকে সম্মান করি, ঈর্ষা করি না : রাজ চক্রবর্তী

আগামী ১৪ আগস্ট কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধুমকেতু’। সিনেমার প্রচারণা উপলক্ষ্যে দীর্ঘ ১০ বছর পর একমঞ্চে হাজির হয়েছিলেন টালিউডের জনপ্রিয় এই জুটি।

সোমবার (৪ আগস্ট) ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধান দুই চরিত্র। যেখানে একে অন্যের সঙ্গে নানা খুনসুটিতে মেতে ওঠেন দেব ও শুভশ্রী। ভক্তদের নানা প্রশ্নেরও জবাব দেন দুই সুপারস্টার।

স্বাভাবিকভাবেই দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, অভিনেত্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী তখন কোথায় ছিলেন? তার প্রতিক্রিয়াই বা কি!

ভারতীয় সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে রাজ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবে পরে শুনছেন সেখানে কি কি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত না থাকা প্রসঙ্গে রাজ বলেন, ‘আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল। তাছাড়া, আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না! আমি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই, তৃতীয় পক্ষ। এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমাকে থাকতে হবে। এটা একটা অনুষ্ঠান। এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত তারা উপস্থিত ছিলেন। আমরা দু’জনেই কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত। নিজের কাজ মিটিয়ে তার পরে বাকি দিক সামলানোর চেষ্টা করি।’



দেব ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে রাজ বলেন, ‘পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি, এত দিন পরে ‘ধূমকেতু’র মুক্তি। একটা জুটি আবার ফিরছে, সেটাও বড় ব্যাপার। পুরোনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কি না জানি না। ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, অনেক দিন পরে ওরা একটা জায়গায় আসছে। সেটা যেন সফল হয়। এটাই স্বাভাবিক।’

অনুষ্ঠানে দেব বলেছেন, রাজ অনেকটা দেবের মতো... এই প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‌‘দেবও অনেকটা রাজের মতো। অনেক দিক থেকে। কারণ, আমরা দু’জনেই মফ্স্বল থেকে উঠে এসেছি। এবং আমাদের খিদেটাও অনেকটা এক। আমরা লড়াই করি, আবার ভাল কাজের প্রশংসা করতেও জানি। দেব এবং রাজ- উভয়ের মধ্যে এই গুণ আছে।’

সবশেষ এই নির্মাতা বলেন, ‘দেবের ‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের ‘অতীত’ আছে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে?

(নিজেকে সামলে নিয়ে) মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনও অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে। সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।’

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ থাকছেনা প্রিয়াঙ্কা Aug 06, 2025
img
মসজিদুল হারামের লাইব্রেরি সাময়িক বন্ধ ঘোষণা Aug 06, 2025
img
নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল Aug 06, 2025
জুলাই ঘোষণাপত্রে উচ্ছ্বসিত বিএনপি, অস্বস্তিতে জামায়াত Aug 06, 2025
সিসিটিভি ফুটেজ ফাঁস নিয়ে ক্ষুব্ধ এনসিপি, প্রাইভেসির লঙ্ঘনের অভিযোগ Aug 06, 2025
img
হাতকড়াসহ পালানো আওয়ামী লীগ নেতাকে ২ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ Aug 06, 2025
img
পাকিস্তানি ট্যাগ এদেশে আর কাজ করবে না: মির্জা গালিব Aug 06, 2025
img
চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাসের সঙ্গে হানিফ বাসের সংঘর্ষে আহত ২৮ Aug 06, 2025
img
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ Aug 06, 2025
img
ঢাকা দক্ষিণ সিটির ৩ হাজার ৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা Aug 06, 2025
img
জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে তামাশা করা হয়েছে : রাশেদ খাঁন Aug 06, 2025
img
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, প্রাণ গেল সকল আরোহীর Aug 06, 2025
img
নতুন মামলায় পলক-মনুসহ গ্রেপ্তার ৪ Aug 06, 2025
img
অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব মোড় ১০ মিনিট অবরোধ শিক্ষার্থীদের Aug 06, 2025
img
সন্তানের অস্বাভাবিক আচরণে লাবুবু পুতুল পুড়িয়ে দিলেন ভারতী Aug 06, 2025
img
শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে Aug 06, 2025
img
এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা Aug 06, 2025
img
‘সারে জাহাঁ সে আচ্ছা’ বনাম ‘সালাকার’, স্পাই থ্রিলারে লড়াই Aug 06, 2025
img
আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিচার শুরুর নির্দেশ Aug 06, 2025
img
বিতর্কিত ৩ নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তালিকা নিচ্ছে ইসি Aug 06, 2025