বলিউডে ধীরে ধীরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইতিমধ্যেই দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে এসএসএমবি ২৯ ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি, যার পরিচালনায় রয়েছেন বিখ্যাত নির্মাতা এস এস রাজামৌলি। এদিকে, নতুন করে গুঞ্জন ছড়িয়েছে যে সঞ্জয় লীলা বনসালির বহু প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা।
তবে সেই জল্পনায় এবার ইতি টানলেন ঘনিষ্ঠ সূত্র। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, প্রিয়াঙ্কার এই ছবিতে অভিনয়ের কোনো সত্যতা নেই। এই গুঞ্জনের শুরু মূলত প্রিয়াঙ্কা চোপড়ার একটি পুরনো গান 'রাম চাই লীলা'-র ভিডিও পোস্ট করা থেকে। সামাজিক মাধ্যমে এই ভিডিও পোস্ট করতেই অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়—তবে কি পুরনো স্রষ্টা বনসালির সঙ্গে ফের এক হচ্ছেন প্রিয়াঙ্কা?
কিন্তু সূত্র জানায়, প্রিয়াঙ্কা ও বনসালির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য থাকলেও, বর্তমানে 'লাভ অ্যান্ড ওয়ার'-এ তাঁর যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই।
এই ছবি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে—রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল-এর মতো বড় মাপের তারকাদের একত্রে দেখা যাবে এখানে। যুদ্ধের পটভূমিতে গড়ে ওঠা এই প্রেমের গল্প এখন নির্মাণাধীন অবস্থায় রয়েছে। মুক্তির দিনও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে—২০২৬ সালের ২০ মার্চ।
এদিকে, প্রিয়াঙ্কা তার নিজস্ব পথেই এগোচ্ছেন। রাজামৌলির মতো পরিচালকের সঙ্গে কাজ করে নতুনভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।
এসএন