গোয়েন্দা কাহিনির জগতে যেন নতুন করে উত্তেজনার সঞ্চার হয়েছে। ১৯৭০-এর দশকের ঐতিহাসিক পটভূমিতে তৈরি দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় ওয়েব সিরিজ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে—নেটফ্লিক্সের ‘সারে জাহাঁ সে আচ্ছা’ এবং জিওহটস্টারের ‘সালাকার’।
দুই সিরিজের গল্পই আবর্তিত হয়েছে পাকিস্তানের গোপন পারমাণবিক কর্মসূচি রুখে দেওয়ার ভারতীয় মিশনকে ঘিরে, এবং এ কারণেই অনেকেই মনে করছেন, বিষয়বস্তুতে এতটাই মিল যে প্রতিযোগিতা অনিবার্য।
‘সারে জাহাঁ সে আচ্ছা’ সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রতীক গান্ধী, সানি হিন্দুজা, সুহেল নইয়ার, কৃতিকা কামরা, তিলোত্তমা শোম, রজত কাপুর এবং অনুপ সোনি-কে। ভারতীয় গুপ্তচর বিষ্ণু-র চরিত্রে প্রতীক গান্ধী সীমান্তপারে বিপজ্জনক মিশনে নামেন, যেখানে ছায়া যুদ্ধ, মানসিক চ্যালেঞ্জ ও দেশপ্রেমের গভীর দ্বন্দ্ব উঠে আসে।
এই সিরিজের নির্মাতা গৌরব শুক্লা এবং পরিচালনায় রয়েছেন সুমিত পুরোহিত। ট্রেলারেই বোঝা গেছে, বিষ্ণু ও তার প্রতিপক্ষের মধ্যে এক ধূর্ততার লড়াই শুরু হবে যা মগজাস্ত্রের চূড়ান্ত ব্যবহার তুলে ধরবে।
অন্যদিকে, ‘সালাকার’ সিরিজটিও একই সময় ও পটভূমি ব্যবহার করে পাকিস্তানের পারমাণবিক শক্তি নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে ভারতের প্রতিরোধমূলক পদক্ষেপের কাহিনি তুলে ধরেছে।
দুই ট্রেলার মুক্তি পাওয়ার পরই নেটিজেনদের মধ্যে শুরু হয়ে গেছে তুলনা। কে কাকে টেক্কা দেবে, কোন সিরিজে থাকবে বাস্তবের ছোঁয়া, কে উপহার দেবে রুদ্ধশ্বাস এক গুপ্তচর থ্রিলার—এই নিয়ে চলছে জোর জল্পনা।
তবে নিশ্চিত একটাই, দীর্ঘদিন পরে ভারতের স্পাই থ্রিলার ঘরানায় এই দুই সিরিজ আক্ষরিক অর্থেই নবজীবন আনছে।
এসএন