সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে শুল্ক বিবাদে লিপ্ত হয়েছে আমেরিকা। প্রাথমিকভাবে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণাও করেন ট্রাম্প। এরই মধ্যে গতকাল তিনি ভারতের ওপর আরও শুল্ক বাড়ানোর কথা বলেন। রাশিয়ার থেকে ভারত তেল কিনছে বলেই ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এই মতে শুল্ক বাড়ানোর হুমকি দেন ট্রাম্প। এই বিবাদের আবহেই এবার যুক্তরাষ্ট্রকে খোঁচা দিল ভারতের এক সেনা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড সোশ্যাল মিডিয়ায় ১৯৭১ সালের একটি খবরের কাগজের প্রতিবেদন পোস্ট করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানকে আমেরিকা ১৭ বছরে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছিল। সেই প্রতিবেদনই পোস্ট করে কার্যত আমেরিকাকে খোঁচা দিল সেই ভারতীয় সেনা। মার্কিন যুক্তরাষ্ট্রকে ইতিহাসের স্মরণ করিয়ে দিল ভারতীয় ইস্টার্ন কমান্ড।
প্রসঙ্গত, ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান মুক্তিযুদ্ধে প্রথম থেকে ভারত আনুষ্ঠানিকভাবে লড়াইতে প্রবেশ না করলেও শুরু থেকেই বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের যাবতীয় সাহায্য করে চলেছিল ভারতীয় সেনারা। সেই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইস্টার্ন কমান্ডের।
ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে তিনি মধ্যস্থতা করেছেন। ১৯৭১ সালের ৫ আগস্টের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ১৯৫৪ সাল থেকে পাকিস্তানকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে আমেরিকা।
মূলত, ডোনাল্ড ট্রাম্প যে কোনোভাবে ভারতের অর্থনীতিকে আঘাত করতে চাইছে। অথচ, যুক্তরাষ্ট্রও রাশিয়া থেকে খনিজ পদার্থ কিনছে। কিন্তু তাদের আপত্তি ভারত রাশিয়ান তেল কেনায়। এর জের ধরে শুল্কবৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
গতকাল প্রথমবারের মতো আমেরিকার শুল্ক হুমকির প্রতিক্রিয়া দিল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক দীর্ঘ বিবৃতিতে জানিয়েছে, ভারতকে অকারণে নিশানা করা হচ্ছে। একসময় যুক্তরাষ্ট্রই চেয়েছিল যাতে ভারত রাশিয়া থেকে তেল কেনে যাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে থাকে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বিচারিতা সামনে নিয়ে আসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আবার আজ ভারতীয় সেনা ১৯৭১ সালের ইতিহাস মনে করিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রকে খোঁচা মেরে পোস্ট করল।
ইউটি/টিএ