একটা অধ্যায় শেষ, আরেকটা শুরু। রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো এক যুগের বেশি সময় কাটানোর পর লুকা মদ্রিচ এখন এসি মিলানে। এদিন আনুষ্ঠানিকভাবে এই ক্রোয়াট তারকাকে পরিচয় করিয়ে দেয় রোসোনেরিরা।
মদ্রিচের শৈশবের স্বপ্ন এবার সত্যি হয়েছে। ছোট বেলা থেকেই তার পছন্দের ক্লাব ছিল এসি মিলান। এই ক্লাবেই খেলেছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি এজভোনিমির বোবান। গণমাধ্যমে এদিন মদ্রিচ করলেন সেই স্মৃতিচারণ।
‘আমি ছোট থেকে ইতালির খেলা দেখে বড় হয়েছি, এসি মিলান ছিল আমার পছন্দের ক্লাব। আমার আইডল বোবানও এই ক্লাবে খেলেছেন। আমাদের দেশে মিলান খুব জনপ্রিয় ক্লাব। আমার কাছে সবসময় এই ক্লাব বিশেষ।’
রিয়াল মাদ্রিদে ২৬ বছর বয়সে যোগ দিয়ে কিংবদন্তি বনে যান লুকা। ১৩ বছরে জিতেছেন ২৮টি ট্রফি, যার মধ্যে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, আছে ৪টি লা লিগাও। ২০১৮ সালে জিতেছেন ব্যালন ডি’অরও।
সম্প্রতি খুব বাজে সময় পার করছে এসি মিলান। অষ্টম স্থানে থেকে শেষ করেছে সিরি আ’র গেলো মৌসুম। জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স লিগেও। তবে ক্লাবকে সুসময়ে ফেরাতে বদ্ধপরিকর ৩৯ বছর বয়সী মদ্রিচ। এর আগে এমন বয়সে এসি মিলানে যোগ দিয়ে ক্লাবকে লিগ শিরোপা জেতান ইব্রাহিমোভিচ। এমন কিছুই করতে চান ক্রোয়াট তারকা।
‘চ্যাম্পিয়ন্স লিগ খেলা অবশ্যই আমার লক্ষ্য। শুধু সেটাই নয় লিগ শিরোপা জয় করার জন্যও আমি এখানে এসেছি। আমি আমার পক্ষ থেকে যতটা করা সম্ভব সবটুকুই করবো। জ্লাতানও ৪০ বছর বয়সে এখানে এসে ক্লাবকে শিরোপা জিতিয়েছেন। আমিও এমন কিছু করতে চাই।’
২০২৬ বিশ্বকাপেও খেলার স্বপ্ন দেখছেন লুকা মদ্রিচ। ২০১৮ সালে তার নেতৃত্বেই ক্রোয়েশিয়া খেলেছে ফাইনালে। কাতার বিশ্বকাপ শেষ করেছে তৃতীয়স্থান থেকে। নিজের শেষ বিশ্বকাপে এবার শিরোপার স্বপ্ন দেখছেন মদ্রিচ। যদিও তার আগে ক্লাবকেও উপহার দিতে চান ট্রফি। আগামী শনিবার প্রাক মৌসুমে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে এসি মিলানের জার্সিতে অভিষেক হবে ৩৯ বছর বয়সী লুকা মদ্রিচের।
এমকে/টিএ