রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত পাঁচ বিমান

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় সাকি বিমানঘাঁটিতে এক অভূতপূর্ব ড্রোন হামলায় পাঁচটি রুশ যুদ্ধবিমান লক্ষ্য করে সফল আঘাত হেনেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা। সোমবার গভীর রাতে চালানো এই অভিযানে অন্তত একটি বিমান সম্পূর্ণ ধ্বংস এবং আরও চারটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, তাদের স্পেশাল অপারেশনস সেন্টার "এ" এর ড্রোন মিশনে একটি এসইউ-৩০এসএম সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, আরেকটি এসইউ-৩০এসএম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনটি এসইউ-২৪ বিমানেও আঘাত হানা হয়েছে। একইসঙ্গে, সাকি ঘাঁটির বিমান অস্ত্রাগারেও সফলভাবে হামলা চালানো হয়।

এসবিইউ এক বিবৃতিতে বলেছে, “সাকিতে এসবিইউ-এর সফল এই বিশেষ অভিযান শত্রুর আক্রমণাত্মক যুদ্ধক্ষমতা দুর্বল করার পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ।”

রাশিয়ার তৈরি এসইউ-৩০এসএম একটি দ্বি-ইঞ্জিনবিশিষ্ট, দ্বি-আসনের মাল্টিরোল যুদ্ধবিমান। এই মডেলটি ২০১০-এর দশকের গোড়ার দিকে উৎপাদন শুরু হয়, যার প্রতিটি ইউনিটের দাম পড়ে ৩০ থেকে ৪৩ মিলিয়ন ইউরো পর্যন্ত। অপরদিকে, এসইউ-২৪ হচ্ছে সোভিয়েত আমলে নির্মিত একটি স্ট্রাইক বোম্বার, যা ১৯৭০-এর দশকে উৎপাদনে আসে।

সাকি বিমানঘাঁটি রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু কৃষ্ণসাগর অঞ্চলে রুশ সেনাবাহিনীর আকাশপথের প্রধান কেন্দ্র নয়, এখান থেকেই ইউক্রেনের ওপর নিয়মিত বিমান হামলা চালানো হয়। এছাড়া টহল, রাডার নজরদারি, লক্ষ্য নির্দেশনা ও দীর্ঘ পাল্লার বিমানের সহযাত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ঘাঁটি।

সম্প্রতি ইউক্রেন একের পর এক হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইউক্রেনীয় ড্রোনের আঘাতে ধ্বংস হয়েছে রুশ ল্যান্ডিং শিপ ‘সিজার কুনিকভ’, প্যাট্রোল শিপ ‘সের্গেই কোটোভ’ এবং ক্ষেপণাস্ত্র করভেট ‘ইভানোভেটস’। এসব হামলার প্রেক্ষিতে মস্কোকে বাধ্য হয়ে তার জাহাজগুলো ক্রিমিয়া থেকে অন্যত্র সরিয়ে নিতে হয়।

রাশিয়ার সামরিক ঘাঁটি ও বিমানবহরের ওপর কিয়েভের আক্রমণ সম্প্রতি আরও জোরদার হয়েছে। ১ জুন ইউক্রেন ‘অপারেশন স্পাইডারওয়েব’ নামক এক যুগান্তকারী ড্রোন অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ইউক্রেনের ড্রোন চারটি রুশ বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।

খবরে প্রকাশ, ট্রাকের ভেতরে লুকানো ড্রোন ব্যবহার করে ইউক্রেন ৪১টি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করে। এটি ছিল ইউক্রেনের পক্ষে রাশিয়ার অভ্যন্তরে সবচেয়ে বড় ধরনের বিমানঘাঁটি হামলা।

কিয়েভের এমন পাল্টা অভিযান রাশিয়ার জন্য কৌশলগতভাবে এক বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ক্রিমিয়ায় রুশ সামরিক অবস্থান যে আর আগের মতো নিরাপদ নয়, ইউক্রেন তা একাধিকবার প্রমাণ করে চলেছে। এ পরিস্থিতিতে অঞ্চলটির নিরাপত্তা ও সামরিক দখলদারি বজায় রাখতে মস্কোকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে ইউক্রেনের আক্রমণাত্মক কৌশল।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
জুলাই আন্দোলনে শহীদদের যেন ভুলে না যাই : আসিফ নজরুল Aug 07, 2025
img
‘শাহবাগীদের সেই পুরনো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে দেয়া যাবে না’ Aug 07, 2025
img
থানায় ঢুকে হুমকি, গ্রেপ্তারের পর জামায়াত নেতার জামিন Aug 07, 2025
img
বলিউডের চাপ বাড়তেই বাংলা সিনেমা বাঁচাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ টলিউড Aug 07, 2025
img
সিরাজের জন্য খোলা চিঠি বিরাটের বোন ভাবনার Aug 07, 2025
img
চেন্নাইয়ের স্বপ্নভঙ্গ, সঞ্জুকে ছাড়ছে না রাজস্থান রয়্যালস Aug 07, 2025
img
পদ্মা-মহানন্দা-পুনর্ভবায় পানি বাড়ছে, সতর্ক পানি উন্নয়ন বোর্ড Aug 07, 2025
img
প্রকাশ্যে এল ‘বিগবস্‌ ১৯’-এর প্রতিযোগীদের নাম Aug 07, 2025
img
‘সাইয়ারা’তে একটিমাত্র গানে অরিজিৎ, রহস্য ভাঙলেন মোহিত সুরি Aug 07, 2025
বাবাকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়লো অপূর্বর ছেলে Aug 07, 2025
অক্ষয়-প্রিয়াংকার প্রেমে টুইঙ্কেলের সংসার ভাঙল, চাঞ্চল্য বলিউডে Aug 07, 2025
এক হলেন দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলী বললেন, ‘বিপদ ডেকে আনলি’ Aug 07, 2025
img
শাহিদ-তামান্নার ‘রোমিও’তে বিশাল ভরদ্বাজের নতুন চমক Aug 07, 2025
ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়, আহ্বান তারেক রহমানের Aug 07, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 07, 2025
বর্ষায় কেমন আছে ধামরাইয়ের কৃষকরা? Aug 07, 2025
জুলাইয়ে গ্রে"ফ"তা"রে"র পর নির্যাতনের গল্প শোনালেন জুলাই যো"দ্ধা Aug 07, 2025
হিরোশিমা ট্রাজেডির ৮০ বছর: পারমাণবিক স্মৃতিতে বিশ্ব শান্তির আহ্বান Aug 07, 2025
মন্ত্রণালয়ের ডাক ‘জুলাই ঘোষণাপত্রে’ শহীদ সৈকতের বোন Aug 07, 2025
img
নতুন অ্যাকশন থ্রিলারে মুখোমুখি কার্তিক-অক্ষয় Aug 07, 2025