ওভালে তাঁর অনবদ্য পারফরম্যান্সকে ধন্যধন্য করছে গোটা দেশ। সেই মুহাম্মদ সিরাজকে এবার আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলির বোন। লর্ডসের দুর্ভাগ্যজনক বোল্ড থেকে ওভালে পাঁচ উইকেট-ইংল্যান্ড সিরিজে অনেকরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন তারকা পেসার। সেই নিয়েই বিশেষ বার্তা দিয়েছেন ভাবনা কোহলি ধিংড়া।
ওভালে ৬ রানে জিতে সিরিজ ড্র করে দেশে ফিরছে ভারত। তারপর থেকেই নেটদুনিয়ায় চলছে সিরাজ বন্দনা। ম্যাচ শেষ হওয়ার পরেই সোশাল মিডিয়ায় বিরাট বলেন, ‘ভারতের অসাধারণ জয়। সিরাজ ও প্রসিদ্ধের লড়াকু মানসিকতা ও দৃঢ়তা আমাদের এই অসাধারণ জয় এনে দিয়েছে। সিরাজের কথা তো আলাদা করে বলতেই হয়। যে দলের জন্য সব ঝুঁকি নিতে প্রস্তুত। ওর জন্য খুব খুশি।’
এবার ভাই বিরাটের সুরে সুর মেলালেন ভাবনাও। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিরাজের দু’টি ছবি পোস্ট করেছেন তিনি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, লর্ডসে দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়ার পর হতাশ হয়ে বসে রয়েছেন সিরাজ। দ্বিতীয়টিতে সিরাজের উল্লাসের ছবি ওভাল টেস্ট জয়ের পর। দু’টি ছবির সঙ্গে ভাবনার ক্যাপশন, ‘ক্রিকেট সব সময়ে অভিভূত করে আমাদের। এই খেলার নায়করা আমাদের অনুপ্রাণিত করেন। আশা রাখতে শেখান। মুহাম্মদ সিরাজ, তুমি মহাল।’
উল্লেখ্য, ইংল্যান্ডে পাঁচ টেস্টেই খেলেছেন সিরাজ। কোনও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সমস্যা হয়নি। সিরিজে তাঁর উইকেট সংখ্যা ২৩। দুই দলের মধ্যে সিরাজই সর্বোচ্চ উইকেট শিকারি। তার পুরস্কারস্বরূপ নিজের কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে উঠলেন তারকা পেসার। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে উঠে এলেন তিনি। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ১৬তম স্থানে উঠেছিলেন সিরাজ।
এফপি/ টিএ