চিরচেনা সালমান খান এবার একদম নতুন রূপে আসছেন বড় পর্দায়। বলিউডের এই সুপারস্টারকে এবার দেখা যাবে একটি পিরিয়ড থ্রিলারে, যেখানে সময়ের পর্দা টেনে তুলে ধরা হবে ১৯৭০ থেকে ১৯৯০ দশকের এক টানটান গল্প। ছবিটি পরিচালনা করছেন মালয়ালম সিনেমার প্রশংসিত নির্মাতা মহেশ নারায়ণন। সালমান খানের জন্য এটি এক নতুন অধ্যায়, কারণ এই ছবির মাধ্যমে তিনি ছকভাঙা চরিত্রে প্রবেশ করছেন।
বর্তমানে সালমান ব্যস্ত রয়েছেন ‘ব্যাটেল অব গালওয়ান’ ছবির শুটিং নিয়ে, যেখানে তিনি একজন সৈনিকের চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রে রূপ দিতে তিনি নিয়েছেন সেনাবাহিনীর কঠোর প্রশিক্ষণও। এ যেন একেবারেই অন্য সালমান—যে পরিচিত ছিলেন মূলত গণমুখী বাণিজ্যিক ছবির নায়ক হিসেবে।
এখন একদিকে দেশপ্রেমে ভরা অ্যাকশন ড্রামা ‘ব্যাটেল অব গালওয়ান’, অন্যদিকে ঐতিহাসিক পটভূমির থ্রিলার—এই দুই বিপরীত ধারার চরিত্রে সালমান খানের আগমন তাঁর অভিনয়জীবনে এক সাহসী মোড় হিসেবে ধরা দিচ্ছে।
ভক্তদের কাছে এই খবর দারুণ রোমাঞ্চকর, কারণ তারা এবার পেতে যাচ্ছেন একদম ভিন্ন দুই সালমানকে—একজন সেনানায়ক, অন্যজন ইতিহাসে আবদ্ধ এক রুদ্ধশ্বাস চরিত্রে। এর মধ্য দিয়েই যেন অভিনেতা সালমান খানের নতুন রূপায়ণের যাত্রা শুরু হলো।