এক সময় বাংলা ছোট পর্দার নায়ক মানেই যাঁর নাম আসত প্রথম সারিতে, তিনি ঋষি কৌশিক। ‘উজান চ্যাটার্জি’ থেকে ‘রণ’— চরিত্রের পর চরিত্রে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে ‘কুসুম দোলা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় খুব একটা দেখা যায়নি এই জনপ্রিয় মুখটিকে। মাঝে কিছুদিন হিন্দি ধারাবাহিকে দেখা গেলেও, সেই পুরনো ঋষিকে যেন আর খুঁজে পাওয়া যায়নি।
তবে এখন শোনা যাচ্ছে, আবার ছোট পর্দায় ফিরছেন ঋষি। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি।
সময়ের স্রোতে যাঁর উপস্থিতিই ছিল সফলতার মানদণ্ড, সেই ঋষিকেই গত কিছু বছর ধরে যেন ছাপিয়ে গিয়েছেন নতুন প্রজন্মের তারকারা। এই প্রসঙ্গ তুলতেই খোলামেলা স্বীকারোক্তি দিলেন অভিনেতা—"হ্যাঁ, কেরিয়ারে ধারাবাহিকতা দেখা যায়নি। কিন্তু কেউ তো স্বেচ্ছায় নিজের ক্ষতি চায় না। জীবনের এক একটা এমন পর্যায় আসে...।"
সফলতার চাকা থেমে গেলে আসে মানসিক চাপ, আসে অবসাদ। ঋষি নিজেও তা অস্বীকার করেননি। বলেন, "আমিও তো মানুষ। মন খারাপ তো হবেই।" তবে সেই অবসাদ কাটিয়ে ওঠার নিজস্ব উপায় রয়েছে তাঁর। “আমি যেমন ঈশ্বর, ইতিবাচক শক্তিতে বিশ্বাস করি। ধ্যান করি নিয়মিত। প্রার্থনাই নিজেকে ঠিক রাখার মূল মন্ত্র,” বলেন তিনি।
এই মুহূর্তে আবারও নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছেন ঋষি কৌশিক। অভিনয়কে ঘিরে রয়েছে তাঁর অদম্য ভালোবাসা। তাই অপেক্ষা শুধু একটুখানি সুযোগের। অভিনেতা জানালেন, ছোট পর্দায় ফিরলেও তিনি চান, চরিত্রে আরও ভাঙচুর হোক, আরও নানাভাবে নিজেকে মেলে ধরতে চান তিনি।
দর্শকরা যাঁকে এক সময় পর্দায় দেখলে চ্যানেল বদলাতেন না, সেই ঋষি যদি ফিরতে চলেন নতুন চেহারায়, তবে তা নিঃসন্দেহে অনেকেরই কাছে ফিরে আসা নস্টালজিয়ার। এবার শুধু সময় বলবে, ফের আলো ছড়াতে পারেন কি না ছোটপর্দার এক সময়ের রাজপুত্র।
এসএন