ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে রিও অ্যাভেকে উড়িয়ে দিয়েছে আল নাসর। এস্তাদিও আলগার্ভ স্টেডিয়ামে ৪-০ গোলের বড় জয় পেয়েছে সিআরসেভেনের দল।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। লিড নিতেও বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়নি তাদের। ১৫ মিনিটেই লিড নেয় তারা। এরপর বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৪ মিনিটে রোনালদো ম্যাজিকে লিড দ্বিগুণ করে সৌদি ক্লাবটি।
বিরতির পর দলকে ৩-০তে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা। ৬৩ মিনিটে বল জালে পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন সিআরসেভেন। এর ঠিক পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণের সঙ্গে দলকে ৪-০ ব্যবধানের জয় এনে দেন রোনালদো।
এদিকে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ৪-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ১২ মিনিটে হ্যারি কেইনের গোলে লিড নেয় বাভারিয়ানরা। এরপর কিছুটা চাপে থাকলেও বিরতির পর আবার বায়ার্ন ম্যাজিক।
ম্যাচের ৬১ মিনিটে গোল করেন কিংসলে কোম্যান। এরপর ৭৪ আর ৮০ মিনিটে আরো দুই গোল করে দলটি। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় তুলে নেয় জার্মান ক্লাবটি।
এফপি/টিএ