লর্ডসের ঐতিহাসিক ঘাস বিক্রির সিদ্ধান্ত, ঘরে নেয়ার সুযোগ ভক্তদের

ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ভেন্যুর কথা বললে একদম শুরুতেই আসবে লর্ডসের নাম। ঐতিহাসিক লর্ডসে একবার করে হলেও পায়ের চিহ্ন রাখার স্বপ্ন দেখেন ক্রিকেটাররা। আর যদি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম লেখানো যায় তাহলে তো কথাই নেই। কেমন হতো যদি কিংবদন্তি ক্রিকেটারদের পদধূলিতে মুখরিত অসংখ্য ইতিহাসের সাক্ষী লর্ডসের ঘাস থাকে আপনার কাছে? এবার সত্যি হচ্ছে সেই স্বপ্ন। কারণ আগামী কিছুদিন কেনা যাবে লর্ডসের ঘাস।

‘হোম অব ক্রিকেট’খ্যাত ঐতিহাসিক লর্ডসের ঘাস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। ১.২ মিটার বাই ০.৬ মিটার আকৃতির এক টুকরো ঘাসের দাম পড়বে ৫০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৮১৬৪ টাকা।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘এই শরতে আমরা ঐতিহাসিক লর্ডসের আউটফিল্ড নতুন করে বসানোর প্রস্তুতি নিচ্ছি। আর তাই মূল মাঠের ঘাসের একটি অংশ ভক্তদের নিজেদের ঘরে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সংখ্যা সীমিত। লর্ডস থেকে ২৯ বা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এটি সংগ্রহ করা যাবে। কেউ মিস করবেন না।’

লর্ডসের আউটফিল্ড নতুন করে বসানোর ব্যাপারে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে,স্টেডিয়ামের আউটফিল্ডের মাঠ সেপ্টেম্বরে খোঁড়া হবে। তবে ২০টি পিচের মধ্যে মূল স্কয়ারটি অক্ষত রাখা হবে। ওপরের অংশের ১৫ মিলিমিটার ঘাস কেটে ফেলা হবে। সেখানে নতুন বীজ বপন করে পুরোপুরি নতুন একটি ঘাসের স্তর বানানো হবে।



সাম্প্রতিক সময়ে আউটফিল্ডে ফিল্ডারদের ডাইভ দেওয়ার সঙ্গে ঘাস ওঠার ঘটনা বেড়ে যাওয়ায় আউটফিল্ডে নতুন করে ঘাস বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ঘাসগুলো তুলে ফেলা হবে, সেগুলো মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) জন্য কাজে লাগানো হবে। এমসিসি সদস্যদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এমসিসি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহ করা এবং ভবিষ্যতে মাঠের উন্নয়নে সহায়তা করতে সবাইকে লর্ডসের ঘাসের একটি টুকরা কেনার সুযোগ করে দিচ্ছি। এখানে অসংখ্য জাদুকরী মুহূর্তের জন্ম হয়েছে।’

১৮১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে লর্ডস। ২০০৫ সালের আগপর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তর ছিল এখানেই। একসময়ের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) মাঠ এই লর্ডস। বর্তমানে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কার্যালয়ও এখানে। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩, ১৯৯৯, ২০১৯- এখন পর্যন্ত এই পাঁচটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হয়েছে লর্ডসে।

সবশেষ ২০১৯ সালে লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। এই লর্ডসেই শহীদ আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকে হারিয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে পাকিস্তান। এখানে ৫ উইকেট ও সেঞ্চুরি করলে ‘অনার্স বোর্ডে’ নাম ওঠে। কিছুদিন আগে লর্ডসে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’র ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট হয়েছে। বর্তমানে চলছে দ্য হানড্রেডের ম্যাচ।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও গ্রেড নিয়ে সুখবর Aug 08, 2025
img
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭ হলে ছাত্রদলের কমিটি অনুমোদন Aug 08, 2025
img
মার্কিন অস্ত্র ক্রয় স্থগিতের খবর মিথ্যা ও বানোয়াট : ভারত Aug 08, 2025
img
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কেউ উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না : হুমায়ুন কবির Aug 08, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে পুতিন-মোদির ‘খুবই ভালো’ ফোনালাপ Aug 08, 2025
img
৩ দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা Aug 08, 2025
img
বৃদ্ধাশ্রমে গড়ে ওঠা নতুন পরিবারের সিনেমা ‘নৈবেদ্য’ Aug 08, 2025
img
টিটিতে শৃঙ্খলা ভঙ্গের কারণে সিলেকশন থেকে দুই খেলোয়াড় বাদ Aug 08, 2025
img
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ক্রিকেটের মঞ্চে ঝড় তুললেন টেলর Aug 08, 2025
img
কারাভোগ শেষে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ Aug 08, 2025
img
ফাইনালের আগে টাইগারদের কাছে পাত্তা পায়নি জিম্বাবুয়ে Aug 08, 2025
img
রাতের মধ্যে ছাত্রদলের কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নেবে : উমামা ফাতেমা Aug 08, 2025
img
গত ১ বছরে ৫ হাজার একর বনভূমি উদ্ধার Aug 08, 2025
img
শুধু রিল নয়, ‘রিয়েল লাইফে’ও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি! Aug 08, 2025
img
স্বাধীনতা দিবসের আগে ঋতুপর্ণার নতুন চমক Aug 08, 2025
img
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার Aug 08, 2025
img
বর্তমান প্রজন্ম এরইমধ্যে ৭১-কে অতিক্রম করেছে: নাহিদ ইসলাম Aug 08, 2025
img
ইসরাইলে সামরিক সরঞ্জাম রফতানি বন্ধের সিদ্ধান্ত নিল জার্মানি Aug 08, 2025
img
বাংলাদেশি ছেলেকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ রুশ মডেলের Aug 08, 2025
img
কাশিমপুর কারাগার থেকে ৩ আসামির পালানোর চেষ্টা, মামলা দায়ের Aug 08, 2025