২০২১ বছরের অক্টোবরে ‘রাস্তা’ শিরোনামে নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছিল একসময়ের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফী।
২০২২ সালে সেই চলচ্চিত্রের কুশীলবদের নাম জানা যায়। অভিনেতা সিয়ামের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন স্নিগ্ধা চৌধুরী। সে বছর স্নিগ্ধা আলোচনায় সিয়ামের সঙ্গে সিনেমায় নাম লিখিয়ে।
অনেকেই জানতে চেয়েছিল কে এই স্নিগ্ধা। মাত্রই ক্যারিয়ার শুরু করতে যাওয়া স্নিগ্ধার পরিচয় ছিল একজন মডেল। রাস্তা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হতে যাচ্ছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে সেই সিনেমা আর মুক্তি পায়নি, তাই আলোচনায় আসেননি ‘চিত্রনায়িকা’ স্নিগ্ধা। তবে এর ৩ বছর পর আলোচনায় এলেন সামাজিক মাধ্যমে নিজের কিছু ছবি পোস্ট করে।
হ্রদের ধারে সাদা বসনে তুমুল বৃষ্টিতে তোলা স্নিগ্ধার এই ছবিগুলো সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। নেটিজেনরা শেয়ার করে রীতিমতো মুগ্ধতা প্রকাশ করছেন।
ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সে বৃষ্টিতে নাচছে, যেন পৃথিবী বাজাচ্ছে গান আর শুধু সে শুনতে পাচ্ছে...’
অনেকেই তাঁর পোস্টে মন্তব্য করেছেন। ছবিগুলো নেটিজেনরা নিজেদের টামলাইনে পোস্ট করেও মন্তব্য লিখছেন। বলছেন ‘বৃষ্টিতে স্নিগ্ধা ঝড় তুলেছে...’
চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করার মুহূর্তে স্নিগ্ধা বলেছিলেন, স্নিগ্ধা চৌধুরী জানিয়েছেন, ‘প্রথম কাজ জাজ মাল্টিমিডিয়ার সাথে; সঙ্গে সিয়াম ও রাফি দারুণ ব্যাপার। যে মুহূর্তে বাংলা সিনেমার উন্নয়ন হচ্ছে, সেই মুহূর্তে আমার জন্য এমন একটি সুযোগ সত্যিই আশীর্বাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো ভালো কাজ উপহার দিতে পারি।
কিন্তু চলচ্চিত্রে তাঁর যাত্রাটা ভালোভাবে হয়নি। তবে গত বছর ইন্ডিয়ান ফ্যাশন উইকে অংশ নিয়ে আলোচনায় আসেন এই মডেল।
ইউটি/টিএ