রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার ৭ একরের ঝিলপাড়। ফাঁকা পড়ে থাকা এই জায়গাটি দীর্ঘ ১৬ বছর ধরে বস্তির ঘর-বাড়ি তুলে দখলে রেখেছিলেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।
চলতি বছরের জানুয়ারিতে উচ্ছেদ অভিযান চালিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রকৃত মালিক ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বুঝিয়ে দেয়।
দুদকের অনুসন্ধান বলছে, ওই সাত একর জমি ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বরাদ্দ দেয়া হলেও ২০০৮ সালে তা দখল করেন ইলিয়াস উদ্দিন মোল্লা। পরবর্তী ১৬ বছরে তিনি সাড়ে ৬০০-৭০০ টিনের বস্তি তৈরি করে প্রতিমাসে ভাড়া সংগ্রহ করে প্রায় সাড়ে ৩৭ কোটি টাকা আত্মসাৎ করেন। আর উচ্ছেদ না করে এই আয় ভাগাভাগিতে সহযোগিতা করেছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তিন কর্মকর্তা। যাদের বিরুদ্ধে সম্প্রতি মামলা করেছে দুদক।
সরকারি জমি দখল ছাড়াও, ইলিয়াস মোল্লার অঢেল অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ‘অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লাসহ চারজনের বিরুদ্ধে ২৮ জুলাই মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে এর সঙ্গে আর কারো সংশ্লিষ্টতা থাকলে দুদক পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
গৃহায়ণের তিন কর্মকর্তার মধ্যে একজন নুরুল ইসলাম অবসরে গেছেন। আর কাজী আবু হানিফ ও হারিজুর রহমান এখনো দায়িত্বে রয়েছেন। অভিযোগের বিষয়ে তারা মন্তব্য করতে রাজি হননি।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই বলেন, ‘আত্মসাতের ঘটনায় তিন কর্মকর্তার দুদক যেসব তথ্য চেয়েছিল, তা আমরা এরইমধ্যে হস্তান্তর করেছি। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’
কেএন/টিএ