অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ম্রুনাল ঠাকুর। হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতের ছবিতেও তার বিচরণ। তবে অভিনয়ের বাইরে তার আরো একটি প্রতিভা রয়েছে, যেটা তেমন কেউ জানেন না। সেটা ফটোগ্রাফি।
এক সাক্ষাৎকারে ‘হাই নান্না’ অভিনেত্রী বলেন, ‘ফটোগ্রাফি আমি ভীষণ ভালোবাসি। যদিও খুব বেশি মানুষ এটা জানেন না। একটি ক্যামেরা আছে আমার; কিছু ছবি তুলেছিও, তবে সেগুলো প্রকাশ করার ক্ষেত্রে দোটানায় থাকি। তবে কোনো একদিন আমার এ প্রতিভা সবার সামনে আনব।’
ম্রুনাল জানান, ছোটবেলায় তিনি ফটোগ্রাফির ওপর প্রশিক্ষণও নিয়েছিলেন। তখন অবশ্য একটি মোবাইল ফোনে ছবি তুলতেন। ক্যামেরা কেনার টাকা কিংবা বাবার কাছে আবদারের সাহসও তখন ছিল না।
ম্রুনালকে সামনে দেখা যাবে শানিল ডিওর ‘ডাকাত’ ছবিতে।
সম্প্রতি এটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, একটি পিস্তল হাতে তীক্ষ্ণ চোখে নিশানায় চেয়ে আছেন ম্রুনাল। ছবিতে তার চরিত্রের নাম জুলিয়েট। যেটা শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর নায়িকার নাম। নামে রোমান্টিক হলেও ‘ডাকাত’-এর জুলিয়েটের মধ্যে রয়েছে সাহস আর রহস্যের মিশেল।
এমআর/টিএ