প্রেম নিয়ে ফাটল বার্সার দুই তারকার বন্ধুত্বে

বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে বেড়ে উঠেছেন দুজন। বর্তমানে একসঙ্গে খেলছেন সিনিয়র দলেও। কিন্তু পাবলো গাভি ও ফারমিন লোপেজের সেই শৈশবের বন্ধুত্বে নাকি ফাটল ধরেছে।

এর নেপথ্যে দুজনের প্রেমিকার মাঝে বিবাদের বিষয়টি ভূমিকা রেখেছে বলে উঠে এসেছে গণমাধ্যমে। এমনকি বার্সার ড্রেসিংরুমে এই দুই তারকা নাকি এখন অনেকটাই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন।


গত ৫ আগস্ট ২১তম জন্মদিন পালন করেছেন বার্সার স্প্যানিশ মিডফিল্ডার গাভি। কিন্তু বিশেষ ওই মুহূর্তেও কোনো শুভেচ্ছা জানাননি ফারমিন। বার্সেলোনার খুব কম খেলোয়াড়ই আছেন, যারা গাভিকে ওই সময় শুভকামনা জানানি। এরপর দুজনের মাঝে তিক্ত সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে। এরই ভেতর প্রেমিকাদের মাঝে বিবাদের কারণে গাভি-ফারমিনের বন্ধুত্বে ফাটল ধরার কথা উল্লেখ করেছে ইতালিয়ান ক্রীড়া দৈনিক কোরিয়েরে দেল্লো স্পোর্ট।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে গাভি-ফারমিনের দূরত্ব নিয়ে তাদের ভক্তরা নানা গুঞ্জন ও আলোচনা তুলেছেন। এরই মাঝে ফারমিনের বান্ধবী বার্টা গ্যালার্দো ও গাভির প্রেমিকা আনা পেলায়োর বিবাদে বিষয় উঠে আসে। দুজনের মাঝে বাদানুবাদও হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই মাঝে গাভির সঙ্গে দূরত্ব তৈরি নিয়ে আলোচনায় হাওয়া লাগে ফারমিনের একটি পোস্টে। নাটকীয়ভাবে কিছুক্ষণ বাদেই তিনি সেটি মুছে ফেলেন।



ওই পোস্টে ফারমিন লেখেন, ‘খারাপ মানুষেরা কখনও জেতে না, যারা অন্য পথ অবলম্বন করে, তারাও নয় এবং যারা নিজেদের জীবনধারার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং আদর্শের প্রতি কাপুরুষোচিত হয়। এটা শুধুই সময়ের ব্যাপার। তারা প্রতিদিনই হারে। কারণ, প্রতিদিন সকালে তারা যে ছদ্মবেশ ধারণ করে এবং দ্রুত হোক কিংবা দেরিতে বিশ্বের সামনে তাদের আসল চেহারাটা বেরিয়ে আসে।’ ওই বার্তায় কাকে উদ্দেশ্য করে কী বলতে চেয়েছেন তা স্পষ্ট না হলেও, অনেকের মতে এটি গাভির সঙ্গে সাম্প্রতিক ফাটল ধরা সম্পর্কের ইঙ্গিত। এর পেছনে দুই প্রেমিকা জড়িত বলে তাদের সমালোচনায়ও মেতেছেন দুই বার্সা তারকার ভক্তরা।

ইতালিয়ান গণমাধ্যমের তথ্যমতে আনা এবং বার্টা যথাক্রমে গাভি ফারমিনের প্রেমিকা। তাদের মাঝে অনেক বিষয়ের মিল আছে। ফুটবলারকে প্রেমিক হিসেবে গ্রহণ করা ছাড়া দুজনের জন্ম ও বেড়ে ওঠা স্পেনের সেভিয়ায়। এ ছাড়া দুজনই আবার ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন। আনা-বার্টা উভয়ই সেভিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন, যদিও বার্টা আইন বিষয় পড়াশোনা ছেড়ে সামাজিক মাধ্যমেই বেশি সময় দেওয়ার বিষয়ে ভাবছেন। অন্যদিকে পড়াশোনা চালিয়ে যেতে চান আনা। গাভির বোন অরোরাসহ পরিবারের অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বার্টা-আনা’র কথার লড়াই এবং তারই ফল হিসেবে গাভি-ফারমিনের বন্ধুত্বে তিক্ততা এসেছে বলে মনে করা হচ্ছে। যার অংশ হিসেবে সম্ভবত গাভির জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠাননি ফারমিন। দুজনই বার্সেলোনার স্কোয়াডে দারুণ প্রতিভা। মিডফিল্ডে গাভি এবং আক্রমণভাগের খেলোয়াড় ফারমিন স্পেন জাতীয় দলেও খেলছেন একই সময়ে। এর আগে এক সাক্ষাৎকারে দুজনের বন্ধুত্ব নিয়ে ফারমিন বলেছিলেন, ‘১২ বছর বয়স থেকে আমাদের বন্ধুত্ব। সম্পর্কটা ভাইয়ের মতো, আমি তার (গাভি) প্রতি কৃতজ্ঞ, সে আমাকে অনেক সাহায্য করেছে।’

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
প্রাধার ট্রেইলার উদ্বোধনে অনুপমার প্রশংসায় পঞ্চমুখ রাম Aug 10, 2025
img
গত ১৬ বছর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্য রাজনীতির সুযোগ ছিল না : নুরুল হক নূর Aug 10, 2025
img
নিলামে ৮৩ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক Aug 10, 2025
img
মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে : তারেক রহমান Aug 10, 2025
img
শুল্ক জটিলতায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ভারতীয় বস্ত্র শিল্প Aug 10, 2025
img
ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীরা শঙ্কা ও ট্রমায় আছে: ঢাবি ভিসি Aug 10, 2025
img
অভিনয় নয়, এবার প্রযোজনায় মনোযোগী হতে চান দীপিকা পাড়ুকোন! Aug 10, 2025
img
বিএনপি দুই নেতাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার Aug 10, 2025
img
ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১০০ ছাড়াল Aug 10, 2025
img
পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি Aug 10, 2025
img
ইসির যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল Aug 10, 2025
img
বক্স অফিসে আমিশার সাফল্যের দুই যুগ Aug 10, 2025
img
নারীর ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: শারমীন এস মুরশিদ Aug 10, 2025
img
প্রথমবারের রাজশাহীতে হবে বিপিএল, সুখবর দিলেন ক্রীড়া উপদেষ্টা Aug 10, 2025
img
‘ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই জামায়াতের, চায় পিআর পদ্ধতিতে ভোট’ Aug 10, 2025
img
নিউটনের সূত্র ভুল দাবি, সংশোধনের আহ্বান বাংলাদেশি যন্ত্রবিদের Aug 10, 2025
img
ভারতে ভুয়া থানা পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ৬ Aug 10, 2025
img
জাতিসংঘে মার্কিন উপ-প্রতিনিধি মনোনীত ট্যামি ব্রুস কে? Aug 10, 2025
img
দুদকের মামলায় ২০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন বিএনপি নেতা Aug 10, 2025
img
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪ Aug 10, 2025