গত বছর বিশ্বকাপ জিতে রোহিত শর্মা ও বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। ফরম্যাটটির প্রমাণিত দুই সেনানীকে ছাড়া নতুন দল দাঁড় করিয়ে ফেলেছে বিসিসিআই। নতুন দল দাঁড়িয়েছে টেস্টেও।
রোহিত-কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আইপিএল চলাকালে। অভিজাত ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক করা হয় শুভমান গিলকে।
তরুণ এই ক্রিকেটারের নেতৃত্বে ইংল্যান্ডে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে খেলেছে টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েও এই সিরিজে ২-২ ব্যবধানে ড্র করেছে তারা। গিল বাহিনী অভিজ্ঞ দুই ক্যাম্পেইনারের অভাব বুঝতেই দেয়নি।
টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় জানালেও রোহিত-কোহলি ওয়ানডে থেকে এখনও অবসর নেননি। হয়তো তাদের মাথায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। দুজনের মধ্যে রোহিতের বয়স এখন ৩৮, কোহলির ৩৬। ওয়ানডে বিশ্বকাপ আসতে আসতে একজন ৪০ ও অন্যজন ৩৮-এ পা দেবেন। বিশ্বকাপ সামনে রেখে তাদের না টেনে ভারত দায়িত্ব তুলে দিতে চায় তরুণদের হাতে।
তিনটি ওয়ানডে খেলার জন্য ভারত আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে। ১৯ অক্টোবর প্রথম, ২৩ অক্টোবর দ্বিতীয় ও ২৫ অক্টোবর হবে তৃতীয় ম্যাচ। ওই সিরিজ দিয়ে রোহিত-কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছে বিসিসিআই। বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
রোহিত এখন ওয়ানডে অধিনায়ক। তিনি অবসরে গেলে কার হাতে নেতৃত্বের ভার উঠবে? টেস্টে উঠেছে গিলের হাতে, ওয়ানডেতেও তাকেই অধিনায়ক দেখছেন সাবেকরা। সুনিল গাভাস্কার ও মোহাম্মদ কাইফ গিলের প্রতিই আস্থা জানিয়েছেন।
এ বছরের ডিসেম্বরে ওয়ানডে ফরম্যাটে হবে বিজয় হাজারে ট্রফি। দৈনিক জাগরণ জানিয়েছে, রোহিত-কোহলি যদি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতেই চান, তবে খেলতে হবে ঘরোয়া এ টুর্নামেন্টে। ইংল্যান্ড সফরের আগেও ঘরোয়া টুর্নামেন্টে খেলার বাধ্যবাধকতা চালু করেছিল বিসিসিআই। যার ফলস্বরূপ এবার ১২ বছর পর দিল্লির হয়ে রঞ্জি খেলেছেন বিরাট কোহলি, রোহিত মুম্বাইয়ের হয়ে খেলেছেন প্রায় ১০ বছর পর।
এমআর/টিকে