চলতি বছরের ১ জুন অভিনেতা পরমব্রতের স্ত্রী পিয়া চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। সন্তান পেয়ে দুজনই ভীষণ খুশি। কাজ পাগল অভিনেতাকে দেখা গেছে পুত্রকে আগলে যত্ন নিতে।
তাদের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছেলেকে কীভাবে মানুষ করবেন সে বিষয়ে। এখনও ছেলের নাম প্রকাশ করেননি তারা। তবে জানা গেছে, পরম আদর করে ছেলেকে জুনিয়র বলেই ডাকেন।
তারকা দম্পতির সন্তানকে নিয়ে ভক্তদেরও আগ্রহের কমতি নেই। যে কারণে এবার ছেলেকে প্রকাশ্যে আনলেন এই জুটি।
এতদিন মা-ছেলের বিভিন্ন মিষ্টি মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। এতদিন মুখ না দেখালেও একরত্তির ছোট্ট হাত- পায়ের ছবি সামনে এনেছিলেন। এবার ছেলের সঙ্গে দু'জনের লেন্সবন্দি মুহূর্ত শেয়ার করলেন পিয়া। যদিও এবারও মুখ দেখাননি।
একটি ছবিতে ছেলের কপালে আদরের চুম্বন এঁকে দিচ্ছেন পরম। কোনওটাতে আবার ছেলেকে কোলে নিয়ে ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছেন তিনি। ক্যাপশনে পরম পত্নী লিখেছেন, 'পেরেন্টহুড'। আদুরে ছবিগুলোয় ভালোবাসায় ভরিয়েছেন সকলে।
২০২৫-এ একগুচ্ছ কাজ আছে পরমব্রত চট্টোপাধ্যায়ের হাতে। এপ্রিলে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের 'কিলবিল সোসাইটি'। সে সময় সংবাদমাধ্যমকে অভিনেতা- পরিচালক জানিয়েছিলেন, জুন মাসে হয়তো সন্তান জন্ম নেবে তাদের সন্তান। এই জার্নিতে পিয়ার পাশে তার থাকা বেশি দরকার ছিল। কিন্তু কাজের চাপে সেটা করতে পারেননি। ফলে নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চান।
পরম আগেই বলেছিলেন, পিয়ার পাশে থেকে ওঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তানপালনের দায়িত্ব ভাগ করে নিতে চাই। সন্তানের জন্মের পর অন্তত মাস দু'য়েক অবধি ছুটিতে থাকার পরিকল্পনা ছিল তার। আপাতত মে মাস থেকেই পিতৃত্বকালীন ছুটিতে আছেন পরমব্রত।
এমকে/টিকে