বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত নতুন ছবি ‘দ্য ব্যাটল অব গালওয়ান’ পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। ২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্ত সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ হচ্ছে এই ছবিটি। এতে কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সালমান খান। চরিত্রের প্রয়োজনে ইতিমধ্যেই শারীরিকভাবে বেশকিছু পরিবর্তন এনেছেন তিনি।
চলতি মাসে মুম্বাইয়ে মেহবুব স্টুডিওতে ছবিটির শুটিং শুরুর কথা ছিল এবং সেটও প্রস্তুত করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে নির্মাতারা পরিকল্পনা বদলান। গত জুলাইয়ে বান্দ্রার মেহবুব স্টুডিওতে তৈরি সেটটি বর্তমানে ভেঙে ফেলা হচ্ছে।
ছবির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র মিড-ডে-কে বলেন, ‘বান্দ্রায় তৈরি সেটটির ভাঙার কাজ শুরু হয়েছে। এটি মূলত একটি সৃজনশীল সিদ্ধান্ত। পরিচালক চান ছবির অ্যাকশন দৃশ্যগুলো ধারাবাহিকভাবে শুট করতে। সালমানের নির্দিষ্ট একটি লুক রয়েছে, যা বজায় রাখতে মুম্বাই ও লাদাখের শুটিংয়ের মাঝে ৩০ দিনের বিরতি রাখা সম্ভব নয়। তাই আগে অ্যাকশন দৃশ্যগুলো শুট করা হবে।’
এ কারণে আপাতত মুম্বাই শিডিউল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে শহরে কোনো গানের দৃশ্য বা অতিরিক্ত কোনো শট নেওয়া হবে কি না।
ছবিটি নিয়ে গুঞ্জন উঠেছে যে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সংক্রান্ত জটিলতায় পড়েছে নির্মাতারা। তবে সূত্রটি এ দাবি নাকচ করে বলেন, ‘এটি একজন ভারতীয় সেনা কর্মকর্তার বীরত্বের গল্প। কোনো দেশকে খলনায়ক হিসেবে দেখানো হয়নি। নির্মাতারা যথাযথ অনুমতি নিয়েই ছবির ঘোষণা দিয়েছেন।’
এমকে/টিকে