রক মিউজিকের সঙ্গে ধ্রুপদী সংগীতের মেলবন্ধন নিয়ে ওপার বাংলার শ্রোতাদের জন্য এক অনন্য কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘গানে ফিউশনে – সিজন ৩: রক ফিউশন’ শিরোনামে এই অনুষ্ঠানে এক মঞ্চে পারফর্ম করবেন রূপম ইসলাম, সিধু, জোজো, নিকিতা গান্ধী, সুরজিৎ চ্যাটার্জী এবং অমিত দত্তের মতো জনপ্রিয় শিল্পীরা।
আগামী ১৬ আগস্ট কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে এই বিশেষ কনসার্ট। বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠানটি। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রখ্যাত সংগীতশিল্পী পণ্ডিত শুভেন চ্যাটার্জির ৪০ বছরের গৌরবময় সংগীত জীবনের উদযাপন।
তিনি আধুনিক সংগীত ও শাস্ত্রীয় ঐতিহ্যের মধ্যে এক দারুণ সেতুবন্ধন তৈরি করেছেন। অ্যালগোস ইভেন্টস অ্যান্ড ডেকোর-এর পরিকল্পনা ও পরিচালনায় এই কনসার্টটি ভারতীয় ধ্রুপদী রাগ এবং পাশ্চাত্য রকের এক অভূতপূর্ব মিশেল নিয়ে আসতে চলেছে।
পণ্ডিত শুভেন চ্যাটার্জি বলেন, ‘আমি নিশ্চিত, এর অনন্য থিম এবং তারকাখচিত পরিবেশনার মাধ্যমে রক ফিউশন কলকাতায় লাইভ কনসার্টের অভিজ্ঞতাকে অন্য মাত্রা দেবে।’
জেপি গ্রুপ এবং সাইনি গ্রুপের সহযোগিতায় অ্যালগোস ইভেন্টস অ্যান্ড ডেকোর এই ব্যতিক্রমী সংগীত সন্ধ্যাটি আয়োজন করছে। কলকাতার সঙ্গীতপ্রেমীদের জন্য এটি একটি স্মরণীয় রাত হতে চলেছে, যেখানে তারা একইসাথে রক ও শাস্ত্রীয় সংগীত দুর্দান্ত পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।
এমকে/টিকে