জাতীয় দলকে বিদায় জানিয়েছেন আগেই, আইপিএলেও খুব একটা ফর্মে নেই রবিচন্দ্রন অশ্বিন। শোনা যাচ্ছে, আগামী টুর্নামেন্টের আগে চেন্নাইয়ের সঙ্গে বিচ্ছেদ হতে পারে তার। এমন জল্পনার মধ্যেই এবার পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটিকে স্পষ্ট বার্তা দিলেন অশ্বিন।
তারকা স্পিনারের কথায়, ইয়েলো আর্মিতে তার আদৌ কোনো ভবিষ্যৎ রয়েছে কি না তা নিয়ে যেন ফ্র্যাঞ্চাইজি স্পষ্টভাবে জানিয়ে দেয়। এই বার্তা দিতে গিয়ে নিজের পুরনো দল রাজস্থান রয়্যালসের খানিক প্রশংসাও করেছেন ভারতীয় স্পিনার।
আইপিএলে দীর্ঘ সাত বছর চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন অশ্বিন। এরপর পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসে খেলে সর্বশেষ নিলামে ফের ফিরে এসেছিলেন সিএসকেতে। ২০২৫ সালের মেগা নিলামে ৯.৭৫ কোটি রুপিতে অশ্বিনকে কেনে চেন্নাই।
এক দশক পর সিএসকেতে ফিরলেও গত মৌসুমে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি অশ্বিন। নয়টি ম্যাচ খেলে নেন মাত্র ৭ উইকেট। গড়ও খুব একটা আহামরি নয়। ৪০.৪৩। এমন পারফরম্যান্সে খুব স্বাভাবিকভাবেই ম্যানেজমেন্ট যে খুশি হবে না, তা বলাই বাহুল্য।
ইউটি/টিএ