এআই মানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে- এআই'র মানে হলো, আমেরিকান-ইন্ডিয়ান। মোদির এই ভিডিও কয়েক মাস আগের হলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এটা আবার ভাইরাল হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে দেওয়া এক ভাষণে নরেন্দ্র মোদি বলেন, “দুনিয়ার কাছে এআই মানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু আমি মনে করি এআই মানে ‘আমেরিকান-ইন্ডিয়ান’। ‘আমেরিকা-ভারত’—এই ভাবনাই হলো আধুনিক বিশ্বের আসল এআই শক্তি।”
ভাষণে মোদি আরও বলেন, এই এআই স্পিরিট ভারত-আমেরিকার সম্পর্ককে আরও উচ্চতায় পৌঁছে দেবে। তিনি ভারতীয় প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমি ভারতীয় ডায়াসপোরাকে স্যালুট জানাই।”
কেএন/এসএন