আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে বলে জানা গেছে। তবে নির্বাচনকালীন সরকার গঠনের সময় উপদেষ্টা পদে থাকবেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অনলাইন অনুষ্ঠানে তিনি জানান, ২০১৮ সাল থেকে তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। তাই নির্বাচন তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে দাঁড়াবেন। তার মতে, যারা সরাসরি রাজনীতিতে যুক্ত, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। প্রধান উপদেষ্টা একটি সেরা নির্বাচন উপহার দিতে চান, এজন্য স্বার্থসংঘাতের প্রশ্ন যাতে না ওঠে, সে বিষয়েও তিনি গুরুত্ব দেন।
এর আগে থেকেই রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন ছিল যে ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজুল আলম সরকার ছেড়ে এনসিপিতে যোগ দিতে পারেন। যদিও টকশোতে আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে বা আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি।
কেএন/এসএন