আগামী শুক্রবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের আলাস্কায় বহুল প্রতিক্ষীত এক বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধে এই বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হলেও হোয়াইট হাউস বলছে, আলাস্কায় শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প থাকবেন শ্রোতার ভূমিকায়।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘এই যুদ্ধে (ইউক্রেন-রাশিয়া যুদ্ধ) জড়িত শুধুমাত্র একটি পক্ষই বৈঠকে উপস্থিত থাকবে। তাই কীভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে সম্পর্কে আরও ভালো করে বুঝতে আপাতত সঠিক লক্ষ্য ঠিক করবেন প্রেসিডেন্ট।’
তিনি আরও বলেন, ‘এটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি শ্রবণ অনুশীলন।’
হোয়াইট হাউস জানিয়েছে, আলাস্কার অ্যাঙ্কোরেজে অনুষ্ঠিতব্য বৈঠকটি ট্রাম্প এবং পুতিনের মধ্যে একান্তে হবে। ভবিষ্যতে তিনি রাশিয়াও যেতে পারেন।
লেভিট বলেন, ‘সম্ভবত ভবিষ্যতে প্রেসিডেন্ট ট্রাম্পের রাশিয়া ভ্রমণের পরিকল্পনা রয়েছে।’
এদিকে পুতিনের সঙ্গেহ বৈঠকের আগে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট। ওই বৈঠকে বেশ কয়েকজন ইউরোপীয় নেতাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
তবে পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে বৈঠক নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প সোমবার বলেছেন, জেলেনস্কিকে পুতিনের সাথে ভবিষ্যতের বৈঠকে আমন্ত্রণ জানানো হতে পারে।
এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংঘাত অবসানে পরবর্তী শীর্ষ-স্তরের আলোচনা আয়োজনের পরিকল্পনা করছেন তিনি, যার লক্ষ্য হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে একই টেবিলে বসানো।
তার কথায়, ‘পরবর্তী বৈঠক হবে জেলেনস্কি ও পুতিনের মধ্যে, অথবা জেলেনস্কি, পুতিন ও আমার মধ্যে। যদি তাদের প্রয়োজন হয় তবে আমি সেখানে থাকব।’
কেএন/এসএন