প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মঙ্গলবার (১২ আগস্ট) অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ১০ নম্বর জার্সিতে প্রথমবার মাঠে নেমেই জোড়া গোল করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বাকি দুই গোল এসেছে রদ্রিগো ও মিলিতাওর পা থেকে।
গোটা ম্যাচে প্রত্যাশিত দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রায় ৭৯ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিক দল গোলে শটই নিতে পারে মাত্র একটি।
দশম মিনিটে ব্রাহিম দিয়াসের ক্রসে বক্সে হেডে দলকে এগিয়ে নেন মিলিতাও। হাঁটুর গুরুতর চোটে লম্বা সময় বাইরে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার ২০২৪ সালের নভেম্বরের পর প্রথমবার রিয়ালের শুরুর একাদশে নেমেই গোলের দেখা পেলেন।
সেই রেশ থাকতেই ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। আর্দা গিলেরের থ্রু বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান বিশ্বকাপ জয়ী তারকা।
৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। চুয়ামেনির থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সি ফরোয়ার্ড।
৮১তম মিনিটে এমবাপ্পের পাসে চতুর্থ গোলটি করেন ভিনিসিউসের বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। ৮৩তম মিনিটে উঠিয়ে নেয়া হয় এমবাপ্পেকে।
পিএ/এসএন