বলিউডের গানের জগতে আরও একবার জায়গা করে নিলেন এক বঙ্গকন্যা। আগরতলার কৃষ্ণকলি সাহা প্রথম গানেই কিংবদন্তি সোনু নিগমের সঙ্গে ডুয়েট গেয়ে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সঙ্গীত পরিচালক সচিন-জিগরের সুরে ‘পরদেসিয়া’ গেয়ে বলিউডে আনুষ্ঠানিক অভিষেক হল তাঁর। গানটি ব্যবহার হয়েছে সিদ্ধার্থ মলহোত্র ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পরম সুন্দরী’ ছবিতে।
কৃষ্ণকলি জানান, এত বড় প্রাপ্তি তাঁর কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সচিন-জিগরের জন্য বহু দিন ধরে ডেমো গান গেয়েছেন তিনি। কিন্তু ‘পরদেসিয়া’ রেকর্ডিংয়ের সময় জানতেনই না, এটি সোনু নিগমের সঙ্গে যুগলবন্দি হবে। গান তৈরি হওয়ার পরেই এ সুখবর পান তিনি। ছোটবেলা থেকে যাঁর সঙ্গে গান গাওয়ার স্বপ্ন দেখেছেন, তাঁর সঙ্গেই প্রথম বলিউড গান— এ যেন স্বপ্নপূরণ।
সোনু নিগম নিজেও গান শোনার পর প্রশংসাবার্তা পাঠিয়েছেন। কৃষ্ণকলির কণ্ঠ শুনে অবাক হয়ে তিনি নাকি আলাদাভাবে জানতে চেয়েছিলেন, “এই মহিলাকণ্ঠ কার?” এমন আন্তরিক প্রশংসা গায়িকার কাছে জীবনের অন্যতম বড় প্রাপ্তি।
গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুলনা— অনেকে বলছেন, এর সুরে রয়েছে বলিউডের পুরনো হিট গান ‘ইয়ে হসিন ওয়াদিয়া’ বা ‘কেহনা হি কেয়া’-এর ছোঁয়া। তবে কৃষ্ণকলির মতে, সাতটি স্বরের ঘেরাটোপে মিল থাকতেই পারে, কিন্তু প্রতিটি গানই স্বতন্ত্র।
‘পরদেসিয়া’ গেয়ে ইতিমধ্যেই সেলিম-সুলেমান, শমিত টন্ডন, দীপক পণ্ডিতের মতো প্রখ্যাত সঙ্গীতশিল্পীদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। বাংলার এক রিয়্যালিটি শো থেকে উঠে আসা কৃষ্ণকলি অতীতে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে একটি বাংলা ছবির গানও গেয়েছিলেন, যদিও তা এখনও মুক্তি পায়নি। কলকাতায় স্বাধীন সঙ্গীতেও কাজ করেছেন তিনি। ভবিষ্যতে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে গান গাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন এই নবীন বলিউড কণ্ঠশিল্পী।
এসএন