দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তির আলো দেখতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে অবশেষে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে ফিরছে এই জুটি, আর সেই অপেক্ষার উত্তেজনা আরও বাড়িয়ে দিল নৈহাটির বড়মার মন্দিরের এক বিশেষ মুহূর্ত।
বুধবার নির্ধারিত সময়েই রঙ মিলিয়ে পোশাকে বড়মার মন্দিরে হাজির হন দেব ও শুভশ্রী। লাল শাড়ি, সিঁদুরে রাঙানো সিঁথি, করজোড়ে দেবের পাশে পুজোয় মগ্ন শুভশ্রী; অন্যদিকে লাল পাঞ্জাবিতে শান্ত মুখে প্রার্থনায় নিমগ্ন দেব। পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ হয়ে পাশাপাশি বসে যেন ফিরে গেলেন তাঁদের অতীতের ব্লকবাস্টার দিনের স্মৃতিতে।
এই দৃশ্য দেখে অনুরাগীদের মধ্যে নতুন করে জেগে উঠেছে নস্ট্যালজিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় মন্দিরের সেই ছবি ও ভিডিও। কেউ বলছেন “দেশু জুটির ম্যাজিক ফিরছে”, কেউ আবার বক্স অফিসে রেকর্ড ব্যবসার ভবিষ্যদ্বাণী করছেন। ইতিমধ্যেই ‘ধূমকেতু’-র অগ্রীম বুকিং রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে, যা বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির বড় বাজেটের ছবি ‘ওয়ার ২’ ও ‘কুলি’-কেও ছাপিয়ে গেছে।
টলিউডের অনেকেই মনে করছেন, এই ছবি হবে ইন্ডাস্ট্রির জন্য বড় রকমের আর্থিক প্রেরণা, যা ক্যাশবাক্সে নতুন প্রাণ ফিরিয়ে দেবে। বড়মার আশীর্বাদ নিয়ে মুক্তির আগে ফের একফ্রেমে ধরা পড়া দেব-শুভশ্রী যেন প্রতীক হয়ে দাঁড়ালেন বাংলা সিনেমার ঐক্য ও গৌরবের। এখন শুধু অপেক্ষা, ১৪ আগস্ট পর্দায় উঠবে ধূমকেতুর আলো, আর তার সঙ্গে ফিরবে ‘দেশু’ জুটির অপ্রতিরোধ্য জাদু।
এসএন