টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী ক্লাবে গভীর রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়ার সরঞ্জামাদির পাশাপাশি নগদ দেড় লাখ টাকা এবং দুটি খালি মদের বোতল উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন- সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, কালিবাড়ি এলাকার রক্ষিত বিশ্বজিৎ, সবুর খান বীর বিক্রমের ছেলে মো. শাহ আলম খান মিঠু, দিঘুলিয়ার জসিম উদ্দিন, বাঘিলের গোলাম মাওলা, থানাপাড়ার শাহিন আহমেদ, আবু জাফর খান, বিশ্বাস বেতকার মো. আব্দুর রশিদ, আকুর টাকুর পাড়ার মঈন খান, করটিয়ার মোস্তফা কামাল, সাবালিয়ার বিশ্বনাথ ঘোষ, একে এম মাসুদ, শিপন, মহব্বত আলী, আশিকুর রহমান, রফিক, আখতারুজ্জামান, এস এম ফরিদ আমিন, কবির হোসেন, মোশারফ উদ্দিন, রফিকুল, বিশ্বজিৎ, হাসান আলী, হাবিল উদ্দিন, জাহিদ, প্রিন্স খান, সৈয়দ শামসুদ্দোহা, সাদেকুর, সেলিম, শাহ আলম, সিরাজুল, শফিক, আরমান এবং শামসুল হক।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'অভিযানের পর আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।'
এমআর/টিএ