বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান সম্প্রতি এক ভিডিও বার্তায় বলেছেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দলটির আলোচনার সম্ভাব্য বিষয়বস্তু নিয়েও কথা বলেছেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, এনসিপির শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলেছে—মৌলিক রাজনৈতিক সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে অংশ নাও নিতে পারেন।
তিনি বলেন, এনসিপি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন পরিবর্তন, বিচার বিভাগের সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে আসছে।
দলটির যুব সংগঠনের এক অনুষ্ঠানে নাসির উদ্দিন পাটোয়ারী প্রকাশ্যে বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।’ তার বক্তব্যে উপস্থিতদের করতালি থেকেই বোঝা যায়, দলটির ভেতরে এই অবস্থানের যথেষ্ট সমর্থন আছে।
এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের এক বিন্দুও আমরা ছাড় দেব না।’ জাহেদ উর রহমানের মতে, নাহিদের বক্তব্য এনসিপির নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভাবনাকেই জোরদার করে।
এদিকে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের পর আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের ভূমিকা। বিশ্লেষক জাহেদ উর রহমান মনে করেন, নিজেদের স্বার্থ পূরণে অনির্বাচিত সরকারকে যুক্তরাষ্ট্র সুবিধাজনক মনে করছে কি না, সে প্রশ্নও ওঠা স্বাভাবিক। তবে আমার মনে হয় নির্বাচিত সরকারের সঙ্গেই তাদের এই আলোচনাগুলো করা উচিত। কারণ এই ধরনের সরকার সবসময় থাকবে না।
দিন শেষে এই সরকারের যেতে হবে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে অবস্থান জানতে চায়। এনসিপির সঙ্গেও হয়তো সেই কারণেই বৈঠক হয়েছে।’
এফপি/এসএন