শেবাচিম হাসপাতালে অনশনরতদের মারধর করে বের করে দিলেন কর্মচারীরা

স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে অনশনে থাকা শিক্ষার্থীদের মারধর করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে দিয়েছে কর্মচারীরা। এ সময়ে আন্দোলনের মূল সমন্বয়কারী মহিউদ্দিন রনিকে মারধরের জন্য খুঁজতে থাকে উত্তেজিত কর্মচারীরা। যদিও কর্মসূচি ঘোষণা করে আজ অনশনস্থলে আসেনি মহিউদ্দিন রনি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের সামনে বান্দা রোডে বিক্ষোভ মিছিল করেন নার্স, টেকনিশিয়ান এবং হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা। এর আগে তাদের বিরুদ্ধে বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনকে মারধরের পর অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

আন্দোলনের মুখপাত্র নাভিদ নাসিফ বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে গণঅনশন ছিল। কর্মসূচিতে আন্দোলনকর্মীরা হাসপাতালের নিচতলায় অবস্থান করছিলেন। আমরা দেখেছি হাসপাতালের এপ্রোন গায়ে কর্মচারী-নার্স-টেকনিশিয়ানরা এক রোগীকে মারধর করেন এবং তার স্বজনদের অবরুদ্ধ করে রাখেন। এরপরে তারা অনশনে থাকা আন্দোলনকর্মীদের ওপর হামলা করেন।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন বলেন, হাসপাতালের কর্মচারীরা একজনকে মারধর করেছে। এরপর তারা স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকে অবৈধ বলে মিছিল স্লোগান দিতে থাকেন। স্লোগান দিতে দিতে হাসপাতাল কম্পাউন্ড ছাড়াও মূল সড়কে নেমে বিক্ষোভ করছে। সেখান থেকে ফিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের বেদম মারধর করেছে। এসব বিষয়ে তাৎক্ষণিক হামলাকারী কর্মচারীদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, আমি অফিসের মধ্যে আছি। কারো ওপরে হামলা হয়েছে কিনা সেই তথ্য আমার জানা নেই।

শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. মশিউল মুনীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। তবে তাকে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার বরিশাল সফরে আসের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এছাড়া হুঁশিয়ারি দেন আন্দোলন করে জন ভোগান্তি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। ঘোষণার এক দিন পরেই আন্দোলনকারীদের ওপর হাসপাতালের কর্মচারীরা হামলা চালাল।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

গুলশানের ঘটনায় কোন উপদেষ্টা জড়িত কিনা তদন্ত করার আহ্বান সালাহউদ্দিন আহমেদের Aug 14, 2025
বেলারুশ-রাশিয়ার একযোগে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া Aug 14, 2025
২০২৪ সালের ৫ আগস্টের পর অপুর সঙ্গে আমার কখনো দেখা হয়নি Aug 14, 2025
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘অত্যন্ত গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প Aug 14, 2025
শাকিব খান কেন্দ্রিক জল্পনা উড়িয়ে মিষ্টি জান্নাতের ফেসবুক স্ট্যাটাস Aug 14, 2025
সুপার কাপের রোমাঞ্চ: পিএসজির পঞ্চম ট্রফি, টটেনহামের হতাশা Aug 14, 2025
রাগ নিয়ন্ত্রণের সেরা কৌশল Aug 14, 2025
img
ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি বহাল থাকবে : রাকিব Aug 14, 2025
img
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি Aug 14, 2025
img
অপরাজনীতির ট্রমা থেকে বের হতে পারেনি শিক্ষার্থীরা: শিবির সভাপতি Aug 14, 2025
img
কবরে ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছাড়া হয়েছিল : তৌসিফ মাহবুব Aug 14, 2025
img
সামাজিক মাধ্যমে সন্তানের বাবা-মায়েদের কাছে প্রভার বিশেষ অনুরোধ Aug 14, 2025
img
দুদকের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শাহদীন মালিক Aug 14, 2025
img
দেশেই আছেন, সংবাদকে ভিত্তিহীন বললেন হৃদয় Aug 14, 2025
img
সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে : ইসি সচিব Aug 14, 2025
img
কোচের পদ হারাচ্ছেন জহির খান! Aug 14, 2025
img
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুককে বরখাস্ত Aug 14, 2025
img
পুলিশের জন্য সমরাস্ত্র কেনার উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে কমিটি হচ্ছে : প্রেস সচিব Aug 14, 2025
img
আইনগতভাবে জিএম কাদেরের পক্ষেই থাকবে লাঙ্গল প্রতীক : সিইসিকে জাপা Aug 14, 2025
img
অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা, যমুনা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক Aug 14, 2025