কক্সবাজার ইস্যুতে ‘গরম’ ছিল এনসিপির সাধারণ সভা

গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থানের’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ নেতার ব্যক্তিগত সফরে কক্সবাজার যাওয়ার ঘটনার রেশ এখনো কাটেনি। এই ৫ নেতাকে শোকজের পর এবার দলীয় সাধারণ সভায়ও এ ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় নেতারা।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৩টা পর্যন্ত ১০ ঘণ্টার বেশি সময় চলা দলের সপ্তম সাধারণ সভা কক্সবাজার ইস্যুতে অনেকটা গরম ছিল। গণঅভ্যুত্থানের বিশেষ দিনে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কক্সবাজার যাওয়াকে ভালো চোখে দেখেননি বেশিরভাগ সদস্য।

রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ আহ্বায়ক কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেন।

সভা সূত্রে জানা যায়, সভার প্রায় দুই ঘণ্টা ধরেই কক্সবাজার ইস্যু নিয়ে কথা হয়। দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের এই কাজের সমালোচনা করেন অনেক সদস্য। কিছু সদস্য ফেসবুকে শোকজের জবাব দেওয়া, দল এবং আহ্বায়ক, সদস্য সচিবকে নিয়ে প্রশ্ন তোলারও নিন্দা জানান। গুরুত্বপূর্ণ এই সময়ে ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়াকে ভালো সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন নেতারা। জবাবে হাসনাত-সারজিসরাও তাদের ব্যাখ্যা জানান।

এনসিপির আহ্বায়ক কমিটির এক নেতা গণমাধ্যমকে বলেন, ‘কক্সবাজার ইস্যুতে দলের ক্ষতি হয়েছে। তাই এটা নিয়ে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়। এসময় বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন। ৫ আগস্ট কেন এনসিপির কোনো কর্মসূচি ছিল না, এটা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন।’

ওই নেতা আরও বলেন, ‘৫ আগস্ট আমাদের ছাত্র-জনতার মুক্তি দিবস পালন করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেটা এক প্রকার সবাই ভুলেই গিয়েছিল। তা নিয়েও বেশ কিছুক্ষণ আলোচনা চলে।’

এ ছাড়া সভা থেকে দ্রুত আহ্বায়ক কমিটি থেকে কার্যনির্বাহী কমিটি গঠন করা এবং আগামী এক সপ্তাহ এনসিপির সাংগঠনিক সপ্তাহ পালনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। সাংগঠনিক সপ্তাহ চলাকালীন ৫টি জেলায় পদযাত্রা সম্পন্ন করা, জেলা, উপজেলা সমন্বয়কারীদের সঙ্গে বসা এবং বাকি থাকা কমিটিগুলো গঠন করার সিদ্ধান্ত হয়েছে। তবে দলীয়ভাবে এখনো পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করেনি এনসিপি। 

ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

গুলশানের ঘটনায় কোন উপদেষ্টা জড়িত কিনা তদন্ত করার আহ্বান সালাহউদ্দিন আহমেদের Aug 14, 2025
বেলারুশ-রাশিয়ার একযোগে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া Aug 14, 2025
২০২৪ সালের ৫ আগস্টের পর অপুর সঙ্গে আমার কখনো দেখা হয়নি Aug 14, 2025
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘অত্যন্ত গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প Aug 14, 2025
শাকিব খান কেন্দ্রিক জল্পনা উড়িয়ে মিষ্টি জান্নাতের ফেসবুক স্ট্যাটাস Aug 14, 2025
সুপার কাপের রোমাঞ্চ: পিএসজির পঞ্চম ট্রফি, টটেনহামের হতাশা Aug 14, 2025
রাগ নিয়ন্ত্রণের সেরা কৌশল Aug 14, 2025
img
ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি বহাল থাকবে : রাকিব Aug 14, 2025
img
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি Aug 14, 2025
img
অপরাজনীতির ট্রমা থেকে বের হতে পারেনি শিক্ষার্থীরা: শিবির সভাপতি Aug 14, 2025
img
কবরে ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছাড়া হয়েছিল : তৌসিফ মাহবুব Aug 14, 2025
img
সামাজিক মাধ্যমে সন্তানের বাবা-মায়েদের কাছে প্রভার বিশেষ অনুরোধ Aug 14, 2025
img
দুদকের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শাহদীন মালিক Aug 14, 2025
img
দেশেই আছেন, সংবাদকে ভিত্তিহীন বললেন হৃদয় Aug 14, 2025
img
সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে : ইসি সচিব Aug 14, 2025
img
কোচের পদ হারাচ্ছেন জহির খান! Aug 14, 2025
img
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুককে বরখাস্ত Aug 14, 2025
img
পুলিশের জন্য সমরাস্ত্র কেনার উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে কমিটি হচ্ছে : প্রেস সচিব Aug 14, 2025
img
আইনগতভাবে জিএম কাদেরের পক্ষেই থাকবে লাঙ্গল প্রতীক : সিইসিকে জাপা Aug 14, 2025
img
অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা, যমুনা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক Aug 14, 2025