বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ অতিক্রম করেছি। কোনোভাবেই গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত হতে দেব না। এই অর্জনকে নস্যাৎ করতে বিভিন্ন মহল থেকে উসকানিমূলক কথা বলা হচ্ছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে হুমকির মুখে ফেলেছে। তবে কোনো ষড়যন্ত্রকারীকেই সফল হতে দেব না।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। প্রতিটি সংকট, দুঃসময়ে জনগণের পাশে থেকে তা প্রমাণ করেছে। আমাদের রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত।
সেই ধারাবাহিকতায় গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। এই লড়াইয়ে হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, রক্তের সাগর পাড়ি দিয়েছি শুধু জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে।
তিনি আরো বলেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হোক। জনগণ যাদের নির্বাচিত করবেন, তারাই দেশ পরিচালনা করবেন।
বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাক বা না পাক, আমরা দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। পরিচালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে ৬০টি অসচ্ছল পরিবারকে এক বস্তা করে চাল উপহার হিসেবে দেওয়া হয়।
এমকে/টিকে