বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত প্রায়শই তার সমসাময়িক অভিনেত্রীদের সঙ্গে বিতর্কে জড়ান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, শৈশবে ঋতুস্রাব শুরু না হওয়ায় মায়ের কাছে কীভাবে তাকে শাস্তি পেতে হয়েছিল।
কঙ্গনা বলেন, ‘একটা সময় পরিবারের মেয়েদের ছোট করে দেখা হতো, ব্যঙ্গ করা হতো। এখন আমার বাবা-মা সেই সময়ের কথা শুনলে অস্বস্তিতে পড়ে যান।’ তিনি জানান, পরিবারের পুরুষতান্ত্রিকতার কারণে ভাই-বোনদের মধ্যেও দূরত্ব ছিল।
এমনকি, কোনো মেয়ের বিয়ে হলে বাকি মেয়েদের ঘরের ভেতরে থাকতে বলা হতো। ঋতুস্রাব নিয়ে পরিবারের ভ্রান্ত ধারণা কতটা গভীর ছিল, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা এক ব্যক্তিগত ঘটনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘আমার সব বান্ধবীর ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছিল, শুধু আমারই হয়নি। আমার মা বিষয়টি নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন।’ সেই সময় পুতুল নিয়ে খেলা কঙ্গনার প্রিয় শখ ছিল। সারাদিন তিনি পুতুল নিয়ে মেতে থাকতেন।
এই দৃশ্য দেখে একদিন তার মা প্রচণ্ড রেগে যান। কঙ্গনার কথায়, ‘ নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব হয়নি বলে শাস্তি দিয়েছিলেন মা। আমার মা ভাবতেন পুতুল নিয়ে পড়ে থাকার কারণেই আমার ঋতুস্রাব হতে দেরি হচ্ছে। তাই একদিন তিনি আমার সাধের পুতুলগুলো রাগ করে ছুড়ে ফেলে দিয়েছিলেন।’
এসএন