মৎস্যসম্পদ নিরূপণে বাংলাদেশি জলসীমায় নামছে নরওয়ের গবেষণা জাহাজ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সহযোগিতায় নরওয়ের অত্যাধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ ‘আর ভি ড. ফ্রিডজোফ নানসেন’ আগামী ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসব্যাপী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্যসম্পদ ও ইকোসিস্টেম জরিপ পরিচালনা করবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, বাংলাদেশের সমুদ্রসীমা জীববৈচিত্র্যে সমৃদ্ধ। এ জরিপের মাধ্যমে মৎস্যসম্পদের মজুত নিরূপণ, ইকোসিস্টেম পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করা হবে। যা ভবিষ্যতে টেকসই আহরণ নিশ্চিত করতে সহায়ক হবে।

তিনি বলেন, এবারের জরিপে বাংলাদেশের ১৩ জন জাতীয় গবেষকসহ বিশ্বের মোট ২৬ জন গবেষক অংশ নিচ্ছেন। গবেষকরা উপকূলীয় এবং গভীর সমুদ্রে বিদ্যমান ছোট আকারের পেলাজিক ও মেসোপেলাজিক মাছের আপেক্ষিক প্রাচুর্যতা ও মজুত নির্ধারণসহ ইকোসিস্টেমের সার্বিক অবস্থা নিরুপণ করা হবে, যার মাধ্যমে ভবিষ্যতে টেকসই আহরণের সীমা নির্ধারণের পাশাপাশি গভীর ও আন্তর্জাতিক সমুদ্র অঞ্চলে বাণিজ্যিক মৎস্যসম্পদের অনুসন্ধান ও আহরণে বিপুল সম্ভাবনা সৃষ্টি হবে।

জরিপের সময় সমুদ্রের পানি স্তর ও কলামের তাপমাত্রা, লবণাক্ততা, পুষ্টি উপাদান, ঘোলাভাব, উৎপাদনশীলতা, স্রোতের দিক ও গতি ইত্যাদি পরিমাপ করা হবে।

উপদেষ্টা জানান, মেসোপেলাজিক মাছ এবং প্ল্যাঙ্কটন সমুদ্রের খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি। গভীর সমুদ্র অঞ্চলে এদের জৈবভর, প্রজাতিগত বৈচিত্র্য ও বিতরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। এটি সামুদ্রিক ইকোসিস্টেমের সুস্থতা এবং বাণিজ্যিক মাছের উৎপাদনশীলতা বোঝার জন্য জরুরি।

তিনি বলেন, গবেষণা জাহাজ আর ভি ড. ফ্রিডজোফ নানসেন সর্বপ্রথম ১৯৭৯ সালে এবং দ্বিতীয়বার ১৯৮০ সালে বাংলাদেশের সমুদ্রসীমায় জরিপ পরিচালনা করে। সর্বশেষ ২০১৮ সালে এফএও ও নরওয়ের ইনস্টিটিউট অব মেরিন রিসার্চ (আইএমআর)-এর সহযোগিতায় জাহাজটি বঙ্গোপসাগরে মাছের মজুত ও ইকোসিস্টেম গবেষণা চালায়।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এবারের জরিপ বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জরিপ থেকে পাওয়া বৈজ্ঞানিক তথ্য বাংলাদেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই আহরণ, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় জাতীয় নীতি প্রণয়নে সরাসরি সহায়তা করবে। এছাড়া এটি বাংলাদেশের বিজ্ঞানীদের দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে। সমুদ্রের বিভিন্ন গভীরতা ও পরিবেশ অনুযায়ী আবাসস্থলের মানচিত্র তৈরি করা হবে, যা প্রজাতি সংরক্ষণ ও মৎস্য ব্যবস্থাপনায় সহায়ক হবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি, এর মাধ্যমে গভীর সমুদ্রের সম্ভাবনা উন্মোচিত হবে, টেকসই মৎস্য আহরণের পথ সুগম হবে এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় বৈজ্ঞানিক তথ্যভান্ডার সমৃদ্ধ হবে।

এফপি/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
আবারও কলিং ভিসার কোটা খুলছে মালয়েশিয়া Aug 19, 2025
img
প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিল কেন্দ্রীয় ব্যাংক Aug 19, 2025
img
মেসিই আমাকে ভালো কোচ বানিয়েছে: মরিনহো Aug 19, 2025
img
কঙ্গনা রানাওয়াতের শৈশব: পুতুল ছুড়ে ফেলার শাস্তি Aug 19, 2025
img
হারিকেন ‘অ্যারিন’ শক্তি বাড়াচ্ছে, একটি দ্বীপে বাধ্যতামূলকভাবে সবাইকে সরে যাওয়ার নির্দেশ Aug 19, 2025
img
‘জেলার ২’-তে স্ক্রিন শেয়ার করবেন রজনীকান্ত ও মিঠুন Aug 19, 2025
img
প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: তারেক রহমান Aug 19, 2025
img
কাউকে অস্থায়ীভাবে ক্ষমতায় বসাতে দেশ স্বৈরাচারমুক্ত হয়নি: খোকন তালুকদার Aug 19, 2025
img
যৌথ সামরিক মহড়াকে 'শত্রুতা মূলক অভিপ্রায়' বললেন কিম জং উন Aug 19, 2025
img
রফতানি নিষেধাজ্ঞা তুলে নিল চীন, দিল্লি–বেইজিং সম্পর্কে উষ্ণতা Aug 19, 2025
img
মাস্ক পরে হাসপাতালে দীপু মনি Aug 19, 2025
img
যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেন না, তিনি বেয়াদব : মাসুদ কামাল Aug 19, 2025
img
নভেম্বরে শুরু হচ্ছে আল্লু অর্জুন-দীপিকার নতুন সিনেমার শুটিং Aug 19, 2025
img
স্বাধীনতা বিরোধী ও সরকারসৃষ্ট দুটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: হাফিজ Aug 19, 2025
img
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে বিসিবিকে নতুন পরামর্শ দিলেন তামিম Aug 19, 2025
img
মৃত্যুশূন্য দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৫৭ জন Aug 19, 2025
img
এনবিআরের ১৭২ কর কর্মকর্তাকে বদলি Aug 19, 2025
img
ঘরের মাঠে মহারাজের কাছে হারল অস্ট্রেলিয়া Aug 19, 2025
img
ঋণ কেলেঙ্কারিতে এস আলম গ্রুপ মালিকসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা Aug 19, 2025
img
বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Aug 19, 2025