জুলাই হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত আসামিদের জামিনের প্রতিবাদসহ আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেন জুলাই নিহত পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে সড়ক অবরোধের পর তিন দফা দাবি রেখে আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা।
তাদের দাবিগুলো হলো- আগামী ২৪ ঘণ্টার মধ্যে জুলাই আহত পরিবারের ওপরে হামলাকারী সদ্য জামিন পাওয়া যাত্রীবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামানকে গ্রেপ্তার, তাকে জামিন দেওয়ার কারণে নিম্ন আদালতের ২১ নম্বর কোর্টের বিচারক আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান, গাজী এবাদত হোসেনকে বহিষ্কার করতে হবে এবং আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে আইন উপদেষ্টাকে শোকজ করতে হবে।
জুলাইয়ে নিহত শহীদ ইমামের ভাই রবিউল আউয়াল ঘোষণা দেন, এই দাবিগুলো না মানলে আগামী রোববার থেকে সচিবালয় অথবা যমুনা ঘেরাও করা হবে।
কেএন/এসএন