প্রতিহিংসার পরিবর্তে পরিকল্পনার রাজনীতি করতে হবে: তারেক রহমান

প্রতিরোধ, প্রতিহিংসা ও কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘প্রত্যেক মা-বাবা তার সন্তানের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ রেখে যেতে চান। প্রত্যেক মা-বাবার চাওয়া-পাওয়া কিংবা প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করছে।

কারণ বিএনপি মনে করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদের প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘প্রতিরোধ, প্রতিহিংসা ও কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে সমগ্র বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যুগে প্রবেশ করছে। এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু আমাদের পিছিয়ে থাকার কোনো রকম সুযোগ নেই। এই সময়ের চাহিদার দিকে লক্ষ রেখে বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরকে চিহ্নিত করে সুনির্দিষ্ট এবং সুচিন্তিত পরিকল্পনা নির্ধারণ করছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শিক্ষার্থীরা স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর অথবা কোনো কারণে ড্রপআউট (পড়াশোনা শেষ করতে না পারলে) হলে তাকে যাতে বেকার জীবন কাটাতে না হয় সেই পরিকল্পনাকে সামনে রেখেই শিক্ষা কারিকুলামে স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অন্তত একাডেমিক স্টাডির পাশাপাশি ব্যাবহারিক এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি।’

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। এ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দেড় দশকের বেশি সময় পর নিজেদের এজেন্ডা-ম্যানিফেস্টো বাস্তবায়নের সুযোগ পাবে। তবে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর কিছু সদস্যের বক্তব্যে গণতন্ত্রকামী জনগণের মনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে।’

দেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, ‘দূরত্ব তৈরি হলে রাষ্ট্র ও রাজনীতিতে পতিত, পরাজিত ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। তাই সতর্ক ও সজাগ থাকতে গণতন্ত্রকামী জনগণের প্রতি বিনীত আহ্বান জানাই।’

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ Aug 20, 2025
img
ইব্রাহিম আলী খান ও শ্রীলীলার ‘ডিলার’ প্রকাশ পেতে পারে ডিজিটালে Aug 19, 2025
img
রাম চরণ নতুন রূপে হাজির হচ্ছে ‘পেড্ডি’তে Aug 19, 2025
img
ডি-গ্ল্যাম চরিত্রে অনুপমা এবার দেখাচ্ছেন গভীর অভিনয় Aug 19, 2025
img
দীপাবলিতে আসছে ভৌতিক হাস্যরসের সিনেমা ‘থামা’ Aug 19, 2025
img
অপারেশন সিন্দুরের বীর সেনা এবার সিনেমার পর্দায় Aug 19, 2025
img
‘ধামাল ৪’-এ অজয় দেবগণের সঙ্গে ফিরছেন ঈশা গুপ্তা Aug 19, 2025
img
যুবকের পকেট থেকে ৯৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করল বিজিবি Aug 19, 2025
img
অনুদান বাড়ল সরকারি কর্মচারীদের চিকিৎসায় Aug 19, 2025
img
মাঝ আকাশে পাখির ধাক্কায় বিমানে আগুন Aug 19, 2025
img
‘রামায়ণ’-এর আধ্যাত্মিকতা বাড়াচ্ছে অমিতাভের কণ্ঠ Aug 19, 2025
img
সিলেটে যৌথবাহিনীর অভিযানে আরও আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ Aug 19, 2025
img
জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে : তারেক রহমান Aug 19, 2025
img
‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করো না’: নতুন গানে সতর্কবার্তা, সিনেমাতেও চমক Aug 19, 2025
img
বাংলাদেশ ফুটবল দলের অভুতপূর্ব সাফল্য ও অধিনায়ক আফিদার প্রশংসায় ‘দ্য গার্ডিয়ান’ Aug 19, 2025
দাম্পত্য জীবন সুন্দর করার উপায় Aug 19, 2025
বিপিএল স্পট ফিক্সিং' ত'দ'ন্তে ঢাকার নাম! মুখ খুললো ঢাকা ক্যাপিটালস Aug 19, 2025
পিন্স মামুন নিজেকে খুব ছোট মানুষ বললেও কাজের বেলায় সে বড় : লায়লা Aug 19, 2025
‘কহো না প্যায়ার হ্যায়’ নিয়ে বিস্ফোরক স্মৃতি ভাগ করলেন আমিশা প্যাটেল Aug 19, 2025
প্রিন্স মামুন একটা অন্ধকার জগতের বাসিন্দা! Aug 19, 2025