ক্রিকেটে বৈধ কোনো বল থেকে একজন ব্যাটার ছক্কা হাঁকিয়ে সর্বোচ্চ ৬ রান নিতে পারেন। কিন্তু ব্যাটে বল না লাগিয়েও কি এক বল থেকে ৬ রান তোলা সম্ভব? এমন অসম্ভব কাজই এবার সম্ভব হয়েছে একটি ম্যাচে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার রিচার্ড কেটলবোরো।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অফ স্টাম্পের বাইরের খাটো লেংথের বল পুল করার চেষ্টা করেন ব্যাটার। ব্যাট-বলে সংযোগ হয়নি। বল চলে যায় উইকেটরক্ষকের কাছে। সেই সুযোগে দ্রুত দৌড়ে এক রান নিয়ে নেন দুই ব্যাটার। উইকেটরক্ষক রান আউট করার জন্য উইকেট লক্ষ্য করে বল থ্রু করেন। উইকেট ভাঙলেও রান আউট হননি কেউ।
এক রান সম্পন্ন হওয়ার পর বল পিচের মধ্যে পড়ে থাকলেও ফিল্ডিং করা দলের কেউ কাছে যাননি ফলে আবার এক রান নিয়ে নেন দুই ব্যাটার। বোলার গিয়ে বল তুলতে তুলতে আরও এক রানের জন্য দৌড়তে শুরু করেন দুই ব্যাটার। বোলার বল তুলে থ্রু করেন নন স্ট্রাইকার প্রান্তের উইকেট লক্ষ্য করে। বল উইকেটে না লাগায় এ বারও আউট হননি কেউ।
এবার বল লং অফের দিকে চলে যাওয়ায় দৌড়ে চতুর্থ রানও নিয়ে নেন দুই ব্যাটার। ফিল্ডারের কাছ থেকে বল পেয়ে উইকেটরক্ষক আবার উইকেটে মারলেও রান আউট করতে পারেননি। সেই সুযোগে পঞ্চম রানও নিয়ে নেন দুই ব্যাটার।
এর পর ঘটে সবচেয়ে মজার ঘটনা। ফিল্ডাররা চাপে পড়ে গিয়েছেন দেখে নন স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটার ষষ্ঠ রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন। তিনি প্রায় অন্য প্রান্তে চলে যাওয়ার পর দৌড় শুরু করেন তার সতীর্থ। তাকে আউট করতে চেয়ে নন স্ট্রাইকার প্রান্তের উইকেট লক্ষ্য করে বল মারেন উইকেটরক্ষক। এ বারও বল উইকেটে লাগেনি।
সব মিলিয়ে ৪ বার রান আউটের সুযোগ হাতছাড়া করে ফিল্ডাররা। ব্যাটে-বলে না হলেও দৌড়ে ৬ রান নিয়ে নেন দুই ব্যাটার।
এই ভিডিও পোস্ট করে কেটলবোরো লিখেছেন, 'ক্রিকেটের ইতিহাসে প্রথম বার। এক বলে ৬ রান হল। চার বার রান আউটের সুযোগ নষ্ট হল। অথচ ব্যাটে-বলে হল না!'