জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আব্দুর রহিম স্বাধীন আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলন পরবর্তী সময়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম স্বাধীনের নামে জয়পুরহাট সদর থানায় হত্যা ও হত্যা চেষ্টার পৃথক দুটি মামলা আছে। বৃহস্পতিবার দুপুরের দিকে গোপন সংবাদে পুলিশ বিদ্যালয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তাকে জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন বলেন,‘হঠাৎ করে পুলিশ বিদ্যালয়ে প্রবেশ করে অফিস কক্ষ থেকে সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীনকে নিয়ে যেতে চান। কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে পুলিশ জানান, তার নামে দুটি মামলা রয়েছে। দুপুর দু’টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় হত্যা ও হত্যা চেষ্টার পৃথক দুটি মামলা আছে। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদে গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’