ঢাকা ওয়াসার অর্থ বছরের সমাপ্তি পরবর্তী আর্থিক বিবরণী প্রণয়ন ও হিসেব নিরীক্ষার জন্য ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান এই কমিটির অনুমোদন দিয়ে একটি অফিস আদেশ জারি করেছেন।
তিনি জানান, এই কমিটি ঢাকা ওয়াসার আয়-ব্যয়, মূসক- আয়কর, স্থায়ী ও চলতি সম্পদ, মালিকানা স্বত্ব, দীর্ঘ এবং চলতি মেয়াদি দায় সংক্রান্ত লেজারভিত্তিক শিডিউল তৈরি করবে। পাশাপাশি সার্বিক আর্থিক বিবরণী তৈরি করতে হবে।
জানা যায়, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালককে (অর্থ)। পাশাপাশি সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে। এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন: ঢাকা ওয়াসার উপ-হিসাবরক্ষণ কর্মকর্তা এবং অর্থ কর্মকর্তা বা সমপর্যায়ের কর্মকর্তা।
ইউটি/টিকে